www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তোমার মত হব

তোমার মত করে আমি শিখতে চাই
ভালোবাসতে চাই তোমার মতন;
কাছে টেনে ঝেরে ফেলতে চাই
পোকা ঝারার মত ।

আমি ঠিক তোমার মতই হতে চাই
ভালোবাসার গান শুনিয়ে,
সমুদ্রের জলে চুবিয়ে মারতে চাই;
এবার তোমার মত হব;
যে ভাবে মনটাকে বদল কর পোশাকের মত ।

শরৎ বাবুর দেবা হব না,
পারু পারু করে নেশায় মত্ত হয়ে
চন্দ্র'র কাছে দুঃখ কইব না;
তোমার মতই হব
ভালোবাসার কবরের উপর সুখে সংসার করব ।

তোমার মত হওয়াটাই তো আর হল না !
এখন-ও তোমাকে ভেবে, ভেবে
নীল রঙ বর্ডারের সাদা ওয়ালটাতে দাঁড়িয়ে থাকি
তোমাকে খুঁজি, এখন-ও সে দিনের মত ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৯৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৯/১০/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast