তোমার মত হব
তোমার মত করে আমি শিখতে চাই
ভালোবাসতে চাই তোমার মতন;
কাছে টেনে ঝেরে ফেলতে চাই
পোকা ঝারার মত ।
আমি ঠিক তোমার মতই হতে চাই
ভালোবাসার গান শুনিয়ে,
সমুদ্রের জলে চুবিয়ে মারতে চাই;
এবার তোমার মত হব;
যে ভাবে মনটাকে বদল কর পোশাকের মত ।
শরৎ বাবুর দেবা হব না,
পারু পারু করে নেশায় মত্ত হয়ে
চন্দ্র'র কাছে দুঃখ কইব না;
তোমার মতই হব
ভালোবাসার কবরের উপর সুখে সংসার করব ।
তোমার মত হওয়াটাই তো আর হল না !
এখন-ও তোমাকে ভেবে, ভেবে
নীল রঙ বর্ডারের সাদা ওয়ালটাতে দাঁড়িয়ে থাকি
তোমাকে খুঁজি, এখন-ও সে দিনের মত ।
ভালোবাসতে চাই তোমার মতন;
কাছে টেনে ঝেরে ফেলতে চাই
পোকা ঝারার মত ।
আমি ঠিক তোমার মতই হতে চাই
ভালোবাসার গান শুনিয়ে,
সমুদ্রের জলে চুবিয়ে মারতে চাই;
এবার তোমার মত হব;
যে ভাবে মনটাকে বদল কর পোশাকের মত ।
শরৎ বাবুর দেবা হব না,
পারু পারু করে নেশায় মত্ত হয়ে
চন্দ্র'র কাছে দুঃখ কইব না;
তোমার মতই হব
ভালোবাসার কবরের উপর সুখে সংসার করব ।
তোমার মত হওয়াটাই তো আর হল না !
এখন-ও তোমাকে ভেবে, ভেবে
নীল রঙ বর্ডারের সাদা ওয়ালটাতে দাঁড়িয়ে থাকি
তোমাকে খুঁজি, এখন-ও সে দিনের মত ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ১০/১০/২০১৩চমৎকার আপনার ভাবনা। খুবই সুন্দর ভাবে আপনার বক্তব্য তুলে এনেছেন কবিতায়। আমি তোমার মতো হবো। যে ছলনা দিয়েছে সে তাকি আপনি পারবেন ফিরিয়ে দিতে? পারবেন না। কারণ আপনি ভ ভালবেসেছেন, সে ভালবাসেনি। যে ভালবাসে সে পারে না ভালবাসাকে ঘৃণা করতে। ধন্যবাদ কবি।
-
Înšigniã Āvî ১০/১০/২০১৩বাহ..
-
সুবীর কাস্মীর পেরেরা ০৯/১০/২০১৩খুব ভাল লাগল