www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ভুলতেই ভুলে যাই

তুই বদলে যাচ্ছিস, বদলাচ্ছিস রে তুই
আমার সেই, তুই আর নেই;
নেই আর তুই, আমার সেই জবার মত মেয়ে !

নীল বর্ডারের সেই সাদা ওয়ালটাতে
এখন আর তুই আমায় খুজিস না;
জলের ট্রেন না পাওয়ার আক্ষেপের কথা
এখন আর তুই আমারে কস না ।

নিজেকে বদলে নিচ্ছিস
বদলে যাচ্ছিস তুই, আমার প্রিয় জবার মত মেয়ে
ভুল করেও আর ভাবিস না 'পহেলা সেপ্টম্বর'
ডাকিস না আর আমায় 'কৃষ্ণ চুড়া' বলে
অথচ কি কান্ড দেখ;
বার বার বলি তোকে তোর মত থাকতে দেব
এবার ঠিক ঠিক ভুলে যাব তোকে
অথচ, ভুলতেই ভুলে যাই !
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯৪৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৭/১০/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast