ভালো থাকিস
অনেক তো হল, আর কত ?
এবার নিজেকে সুধরে নেয়ার সময় হয়েছে।
পালাচ্ছি ! সে নয়,
তোর অবহেলায় নিজেকে গুটিয়ে নিচ্ছি
নিজেকে গুটাচ্ছি শামুকের মতন;
একে তুই পালিয়ে যাওয়া বলিস ?
মেঘের দেশে ঘুরতে যাওয়া, সবুজ জলে ঘর করা
সে আর হল না রে,
এই স্বপ্ন যে আমার নয়;
ইঁদুরের কপালে যেমন সিঁদুর জোটে না
তেমন সুখের টিকা এই পোড়া কপালের জন্য নয়।
তুই ভালো থাকিস রে,
ভালো থাকিস, আমার প্রিয় জবার মত মেয়ে।
এবার নিজেকে সুধরে নেয়ার সময় হয়েছে।
পালাচ্ছি ! সে নয়,
তোর অবহেলায় নিজেকে গুটিয়ে নিচ্ছি
নিজেকে গুটাচ্ছি শামুকের মতন;
একে তুই পালিয়ে যাওয়া বলিস ?
মেঘের দেশে ঘুরতে যাওয়া, সবুজ জলে ঘর করা
সে আর হল না রে,
এই স্বপ্ন যে আমার নয়;
ইঁদুরের কপালে যেমন সিঁদুর জোটে না
তেমন সুখের টিকা এই পোড়া কপালের জন্য নয়।
তুই ভালো থাকিস রে,
ভালো থাকিস, আমার প্রিয় জবার মত মেয়ে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Înšigniã Āvî ০৬/১০/২০১৩অসাধারণ
-
ডাঃ প্রবীর আচার্য নয়ন ০৬/১০/২০১৩প্রার্থনা পূরণ করুক সৃষ্টিকর্তা। খুব ভালো কবিতা
-
সুবীর কাস্মীর পেরেরা ০৬/১০/২০১৩অনবদ্য