কেমন আছিসরে
কখন নিজের, কখন অন্যের ছায়ায়
রোজ আসি তোর আঙ্গিনায়
কেমন আছিসরে তুই, আমার প্রিয় জবার মত মেয়ে ।
বিশ্বাস কর;
এতে আমার বিন্দুমাত্র দোষ ছিল না
মনটাকে কত করে কইলাম
তবু-ও সে তোকেই ভালোবাসবে !
পোড়া মন, সে কি আর বারন মানে
তোর ছায়া দেখলেই
সে এক ছুটে দাঁড়িয়ে থাকে উত্তরের সেই গাছটার তলায়
এ পথেই ত তুই আসবি- ফিরবি
তোকে এক পলক দেখবে, সেই বা কম কি
না হয় জানা নাই হল;
কেমন আছিসরে তুই, আমার প্রিয় জবার মত মেয়ে ।
রোজ আসি তোর আঙ্গিনায়
কেমন আছিসরে তুই, আমার প্রিয় জবার মত মেয়ে ।
বিশ্বাস কর;
এতে আমার বিন্দুমাত্র দোষ ছিল না
মনটাকে কত করে কইলাম
তবু-ও সে তোকেই ভালোবাসবে !
পোড়া মন, সে কি আর বারন মানে
তোর ছায়া দেখলেই
সে এক ছুটে দাঁড়িয়ে থাকে উত্তরের সেই গাছটার তলায়
এ পথেই ত তুই আসবি- ফিরবি
তোকে এক পলক দেখবে, সেই বা কম কি
না হয় জানা নাই হল;
কেমন আছিসরে তুই, আমার প্রিয় জবার মত মেয়ে ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুবীর কাস্মীর পেরেরা ০৬/১০/২০১৩খুব ভাল লাগল সীমান্ত ভাই
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ০৫/১০/২০১৩ভালো।
-
Înšigniã Āvî ০৫/১০/২০১৩গভীর আকুলতার প্রকাশ,
অসাধারণ -
ডাঃ প্রবীর আচার্য নয়ন ০৫/১০/২০১৩প্রিয়জনের জন্য এমন আকুল করা কবিতা পড়ে খুব ভালো লাগলো