মানুষ
কে তুমি, হিন্দু না মুসলিম
নাকি বৌদ্ধ-ইহুদী-খ্রিস্টান ?
লেখক ।
এটা আবার কোন ধর্ম ?
আগে ত শুনি নাই এই ধর্মের নাম !
এটা মানুষ ধর্ম,
যার প্রতিটি পরতে পরতে বাস করে বিবেক ।
আচ্ছা, আচ্ছা বেশ
কিন্তু তুমি নারী না পুরুষ ?
লেখক;
লেখকদের জাত-পাত নেই
তাদের লিঙ্গ বৈষম্য নেই;
আমাদের পরিচয়
আমারা মানুষ,লেখক ।
নাকি বৌদ্ধ-ইহুদী-খ্রিস্টান ?
লেখক ।
এটা আবার কোন ধর্ম ?
আগে ত শুনি নাই এই ধর্মের নাম !
এটা মানুষ ধর্ম,
যার প্রতিটি পরতে পরতে বাস করে বিবেক ।
আচ্ছা, আচ্ছা বেশ
কিন্তু তুমি নারী না পুরুষ ?
লেখক;
লেখকদের জাত-পাত নেই
তাদের লিঙ্গ বৈষম্য নেই;
আমাদের পরিচয়
আমারা মানুষ,লেখক ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
দাদা মুহাইমিন চৌধূরী ২৪/০৯/২০১৩
-
Înšigniã Āvî ২৪/০৯/২০১৩একদম ঠিক লিখেছেন.......
খুব খুব ভাল লাগা -
সহিদুল হক ২৪/০৯/২০১৩শুধু লেখক কেন মানুষের বড় পরিচয় সে মানুষ।ভাল কবিতা।
আমার কবিতা ও কৌতুকদুটি পড়ে মন্তব্য কোরো কিন্তু সীমান্ত ভাই। -
সুবীর কাস্মীর পেরেরা ২৪/০৯/২০১৩গুরু স্যালুট দিলাম
মাইন্ড কইরেননা মজা করি।
বক্তব্য ঠিক আছে পার্থক্য করি বইলাই আমাদের উন্নতি হয়না