www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সম্পর্কটা কচুরিপানা


বিবর্ণ ছত্রাক’র দখলে
সোনা রঙ স্মৃতি;
পতপত্ উড়ছে আজও
সাদা রঙ নিশান।


ল্যামপোষ্ট আর আমি
বন্ধুত্বটা বেশ;
যা কিছু বলি সে শোনে
অবহেলায় ভ্যংচি কাটে না।


আমাদের প্রেম;
বাক্স বন্দি;
শাখের করাত কাটে
প্রতিটি মূহুর্ত।


সময়ের হাত ধরে
নেমে আসছে অহঙ্কারি বয়স;

কবর কিংবা চন্দন কাষ্টের চিতা
বেজায় আমোদে।


সম্পর্কটা কচুরিপানা
শতো ঢিলেও বিভক্তি নেই

অতঃপর;
হাসের ছানাদারে বক্ষণে শেষ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭০১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৩/০৯/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast