সীমন্ত মৈত্র
সীমন্ত মৈত্র-এর ব্লগ
ক্রমানুসার:
-
ঘোলাটে দৃষ্টির সাথে কপালের বলিরেখা গুলির কোনও এক কাকতালীয় যোগাযোগে একসাথে চেয়ে থাকে বিস্তীর্ণ প্রান্তরের দিকে।
রুপাই আর সাঁজু কি এখনো দুদিকের দুটি গ্রামের দিকে তাকিয়ে থাকে অঝোর ধারে?
ভাবে এই কথাট... [বিস্তারিত] -
গ্রীষ্ম…
না হয় আরও একটি বার ডেকে ওঠো -
কালবৈশাখী আসুক
এই বাগানে আম কাঁঠালের ডালে, [বিস্তারিত] -
গোমড়ামুখো ঘরের দেওয়াল,
এক কোনেতে ঝুলে আঁধার মোড়া,
শেওলা মেঝেয় ইঁটের কঙ্কাল-
সব কিছুই ছাদের জলে ভেজা। [বিস্তারিত]