সত্যি সত্যি ভালোবাসা
সত্যি সত্যি ভালবাসা
********★********
( সীমা)
আমি এক টা মন চাই
সত্তিকারের মন
যে আমার পুরোপুরি জানবে।
আমার যত দোষ আমার দুষ্টুমি
আমার বদমায়েশি কে শুধরে দেবে।
আমার অন্যায় আবদার আমার যা কিছু খারাপ
সব নিজের করে নেবে
মনের খাতার প্রথম পাতায়
আমার খারাপ গুলো লিখে রাখবে
আর আমার মুখ টা ধরে বলবে..
"এক ই রকম রয়ে গেলি!! "
আমার অনিয়ম আমার বদভ্যাস
আমি তাকে উপহার দেবো।
আমার একাকীত্ব আমার নিঃসঙ্গতা আমার দুশ্চিন্তা সব তাকে দেবো।
আমার এতো এলোমেলো জিনিস গুলো সে একটা বড় পোঁটলার ভিতর পুরে
এগিয়ে যাবে ওই পাহাড়ী রাস্তা ধরে।
আমি তখনো বায়না জুড়বো...
" আমায় ও নিয়ে চল না।
কত যুত পর সব জঞ্জাল তোকে দিয়ে
নিজেকে কি হাল্ন্কা লাগছে রে"।
তুই হেসে দিয়ে বলবি
" কি করে বইতিস এতো বোঝা"?
তারপর পায়ে পায়ে এগিয়ে যাব তোর সাথে
ওই পাহাড়ী নদীটার কাছে।
আমার দিকে একবার তাকিয়ে
দুর্বার শক্তি তে
ছুঁড়ে ফেলে দিবি সেই পোঁটলা।।।
তার ও পর আমার মাথা তোর বুকে চেপে বলবি
" এবার থেকে শান্তি পাবি দেখিস.. আমি এসেছি তো"।
আমার না বলা কথা গুলো চোখের জল হয়ে
তোর বুক ভিজিয়ে দেবে।
আমি এমন একটা মন চাই
যে শুধুই আমার ।
********★********
( সীমা)
আমি এক টা মন চাই
সত্তিকারের মন
যে আমার পুরোপুরি জানবে।
আমার যত দোষ আমার দুষ্টুমি
আমার বদমায়েশি কে শুধরে দেবে।
আমার অন্যায় আবদার আমার যা কিছু খারাপ
সব নিজের করে নেবে
মনের খাতার প্রথম পাতায়
আমার খারাপ গুলো লিখে রাখবে
আর আমার মুখ টা ধরে বলবে..
"এক ই রকম রয়ে গেলি!! "
আমার অনিয়ম আমার বদভ্যাস
আমি তাকে উপহার দেবো।
আমার একাকীত্ব আমার নিঃসঙ্গতা আমার দুশ্চিন্তা সব তাকে দেবো।
আমার এতো এলোমেলো জিনিস গুলো সে একটা বড় পোঁটলার ভিতর পুরে
এগিয়ে যাবে ওই পাহাড়ী রাস্তা ধরে।
আমি তখনো বায়না জুড়বো...
" আমায় ও নিয়ে চল না।
কত যুত পর সব জঞ্জাল তোকে দিয়ে
নিজেকে কি হাল্ন্কা লাগছে রে"।
তুই হেসে দিয়ে বলবি
" কি করে বইতিস এতো বোঝা"?
তারপর পায়ে পায়ে এগিয়ে যাব তোর সাথে
ওই পাহাড়ী নদীটার কাছে।
আমার দিকে একবার তাকিয়ে
দুর্বার শক্তি তে
ছুঁড়ে ফেলে দিবি সেই পোঁটলা।।।
তার ও পর আমার মাথা তোর বুকে চেপে বলবি
" এবার থেকে শান্তি পাবি দেখিস.. আমি এসেছি তো"।
আমার না বলা কথা গুলো চোখের জল হয়ে
তোর বুক ভিজিয়ে দেবে।
আমি এমন একটা মন চাই
যে শুধুই আমার ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পদ্মনীল ৩০/০৩/২০১৬দারুন কাব্য বন্ধু
-
শ.ম. শহীদ ২৮/০৩/২০১৬খুব সুন্দর ইচ্ছে প্রকাশ করেছেন কবি।
শুভেচ্ছা জানাই। -
পরশ ২৭/০৩/২০১৬অনেক অনেক ভাল লেখেছেন
-
রইস উদ্দিন খান আকাশ ২৭/০৩/২০১৬একঘেয়ে
-
জয় শর্মা ২৭/০৩/২০১৬সবটা মিলিয়ে উষ্ণ সৌন্দর্য।
-
মনিরুজ্জামান জীবন ২৭/০৩/২০১৬নান্দনিক ছোঁয়ায় অপূর্ব।