যুগ যুগ জিও
"যুগ যুগ জিও"
হে প্রজাতন্ত্র! জাগো দেখো
আজ তোমার জন্মদিন।
দিকে দিকে ত্রিবর্ণ পতাকা
উত্তোলিত হচ্ছে
তোমার জন্যে।
ও গো মা.. আমার দেশমাতা
এমন ঘটা করে জন্মদিন পালন কি তুমি চেয়েছিলে?
কত রক্তগঙ্গা কত খান্ডবদাহন ই না বয়ে গেছে
তোমার পেতে।
তোমায় পেতে.. কত সধবা বিধবা হয়েছে
কত মা তার সন্তান হারিয়েছে।
কত অবুঝ শিশু রাত ভোর কেঁদেছে
বাবার আদর খাবে বলে।
কত ঘর উজার হয়ে গেছে।
শুধু তোমায় ফিরে পেতে।
এক টা বিশেষ দিন তোমার জন্মদিন।
আর বাকি ৩৬৪ দিন?
প্রজাতন্ত্রের দিব্বি মা গো..
তুমি স্ফুলিঙ্গ হয়ে ওঠো
তুমি একবার সোচ্চার কণ্ঠে বলে ওঠো
"আমি দেশমাতা.. আমায় বাঁচাও নারীত্ব র সম্মান করে।
আমায় ভালবাস নারী কে ভালবেসে
তার অসম্মান আমার অসম্মান
তার লজ্জা আমার লজ্জা।"
মা... সাংবিধানিক গণতান্ত্রিক নিরপেক্ষ
এতো কিছু আছে তোমার ঝুলিতে।
আছে বাকস্বাধীনতা ও।
তুমি সুধু একবার স্মরণ করিয়ে দাও আমাদের
ভালবাসা দিয়ে ভালবাসা নিয়ে
ঐক্য আর মৈত্রীর বন্ধনে সুদৃঢ় হোক মানবচেতনা।
ভারত দেখিয়ে দিক মা.. নারী সম্মান মানেই দেশের সম্মান।
আলাদা করে তোমার জন্মদিন পালন নয়।
চেতনা দাও.. দাও শক্তি.. তোমার সম্মান অক্ষুণ্ণ রাখার।।।।
প্রজাতান্ত্রিক শুভেচ্ছা।।।।।
হে প্রজাতন্ত্র! জাগো দেখো
আজ তোমার জন্মদিন।
দিকে দিকে ত্রিবর্ণ পতাকা
উত্তোলিত হচ্ছে
তোমার জন্যে।
ও গো মা.. আমার দেশমাতা
এমন ঘটা করে জন্মদিন পালন কি তুমি চেয়েছিলে?
কত রক্তগঙ্গা কত খান্ডবদাহন ই না বয়ে গেছে
তোমার পেতে।
তোমায় পেতে.. কত সধবা বিধবা হয়েছে
কত মা তার সন্তান হারিয়েছে।
কত অবুঝ শিশু রাত ভোর কেঁদেছে
বাবার আদর খাবে বলে।
কত ঘর উজার হয়ে গেছে।
শুধু তোমায় ফিরে পেতে।
এক টা বিশেষ দিন তোমার জন্মদিন।
আর বাকি ৩৬৪ দিন?
প্রজাতন্ত্রের দিব্বি মা গো..
তুমি স্ফুলিঙ্গ হয়ে ওঠো
তুমি একবার সোচ্চার কণ্ঠে বলে ওঠো
"আমি দেশমাতা.. আমায় বাঁচাও নারীত্ব র সম্মান করে।
আমায় ভালবাস নারী কে ভালবেসে
তার অসম্মান আমার অসম্মান
তার লজ্জা আমার লজ্জা।"
মা... সাংবিধানিক গণতান্ত্রিক নিরপেক্ষ
এতো কিছু আছে তোমার ঝুলিতে।
আছে বাকস্বাধীনতা ও।
তুমি সুধু একবার স্মরণ করিয়ে দাও আমাদের
ভালবাসা দিয়ে ভালবাসা নিয়ে
ঐক্য আর মৈত্রীর বন্ধনে সুদৃঢ় হোক মানবচেতনা।
ভারত দেখিয়ে দিক মা.. নারী সম্মান মানেই দেশের সম্মান।
আলাদা করে তোমার জন্মদিন পালন নয়।
চেতনা দাও.. দাও শক্তি.. তোমার সম্মান অক্ষুণ্ণ রাখার।।।।
প্রজাতান্ত্রিক শুভেচ্ছা।।।।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মনিরুজ্জামান জীবন ০১/০২/২০১৬সুন্দর পরিবেশনা।
-
ধ্রুব রাসেল ২৭/০১/২০১৬প্রজাতান্ত্রিক কবিতা। অসম্ভব ভাল লেগেছে কবিতাটি পড়ে।
-
মনিরুজ্জামান শুভ্র ২৬/০১/২০১৬চমৎকার ... । বেশ লিখেছেন।
-
প্রদীপ চৌধুরী ২৬/০১/২০১৬Happy republican day. Jai hind