পুণ্য হোক তোমার
পুণ্য হোক তোমার
****************
মন চল নিজ নিকেতনে
নাগা সন্ন্যাসী দের ভীড়ে
গঙ্গা সাগরের পানে।
কত শত পুণ্যাত্মা
কত শত সাধারণ
চলেছে পুণ্য লাভের তরে।
নানা আকুতি
কত আকৃতি প্রকৃতি
সব পাপ দূর হবে এতে?
সব তীর্থ বারবার
গঙ্গাসাগর একবার
কর রাহাজানি
কর ধরষন
লুটপাট করে নাও সব
টান মেরে খুলে দাও
কিশোরীর ওড়না
কেড়ে নাও মায়ের বুক থেকে
সন্তানের প্রাণ
অত্যাচারের কর আবাহন
মকরসংক্রান্তির নামে দিব্বি করে
চালাও দুষ্কর্মের অভিযান
আছে পৌষের শেষে
গঙ্গাসাগরে অবগাহন।
শুদ্ধতার নামাবলী গায়ে দিয়ে
উর্বর কর দুষ্ক্রিয়া র মানব জমি।
আসছে মকরসংক্রান্তি তে
আবার হয়ো পবিত্র।।।।
*সীমা *
****************
মন চল নিজ নিকেতনে
নাগা সন্ন্যাসী দের ভীড়ে
গঙ্গা সাগরের পানে।
কত শত পুণ্যাত্মা
কত শত সাধারণ
চলেছে পুণ্য লাভের তরে।
নানা আকুতি
কত আকৃতি প্রকৃতি
সব পাপ দূর হবে এতে?
সব তীর্থ বারবার
গঙ্গাসাগর একবার
কর রাহাজানি
কর ধরষন
লুটপাট করে নাও সব
টান মেরে খুলে দাও
কিশোরীর ওড়না
কেড়ে নাও মায়ের বুক থেকে
সন্তানের প্রাণ
অত্যাচারের কর আবাহন
মকরসংক্রান্তির নামে দিব্বি করে
চালাও দুষ্কর্মের অভিযান
আছে পৌষের শেষে
গঙ্গাসাগরে অবগাহন।
শুদ্ধতার নামাবলী গায়ে দিয়ে
উর্বর কর দুষ্ক্রিয়া র মানব জমি।
আসছে মকরসংক্রান্তি তে
আবার হয়ো পবিত্র।।।।
*সীমা *
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মনিরুজ্জামান জীবন ১৮/০১/২০১৬মুগ্ধমন্ত্র লেখা।
-
মাহাবুব ১৬/০১/২০১৬বেশ সুন্দর লাগলো।
-
সুদীপ দেবনাথ ১৫/০১/২০১৬বাহ!! খুব সুন্দর লাগলো!! পুণ্য হোক...পুণ্য হোক!!
-
নুফরাত জেরীন ১৫/০১/২০১৬বেশ ভাল
-
ধ্রুব রাসেল ১৫/০১/২০১৬ভাল লাগলো
-
Souradipta Das ১৫/০১/২০১৬সুন্দর
-
পরশ ১৫/০১/২০১৬বেশ