www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বিদায়বেলায়

ও আমার বর্ষ বিদায়বেলা
আমরা দোহে করেছি কত খেলা
কত ভুল কত ঠিক কত দ্বিধাহীন কথা
জীর্ণ খাতার পাতায় শুধু রয়ে যাবে তার রেখা।।

ও আমার বর্ষ বিদায় রাত্রি
ভালো মন্দের দোলায় আমরা হয়েছি নিত্যযাত্রী
আস্কারা আর আবদার যত দিয়েছ
আস্ফালনের কপট দৃষ্টিও সোঁপেছো।।

ও আমার বরষ বিদায় সাথী
কান্না হাসির দোলদোলানোয় বেধেছিলাম রাখি
জীবনমুখী জোয়ার ভাটার তুমি চুণীপান্না
তোমার পাতায় রয়েছে ধরা আমার হাসিকান্না।।।

উজ্জ্বল রোদের চমক দিয়েছ দিয়েছ হাসির ছোয়া
আবার দিয়েছো দু 'চোখ ভরে নীরব অশ্রুধারা
চিরন্তনীর রূপে এসো আজ তুমি ক্ষনিকের ছায়া
ব্যাখাহীন মরুভূমিতে মরুদ্যানের মায়া।।

মনের গহীনে রয়ে যাও তুমি স্মৃতি হয়ে করো রাজ
নতুন বছরে স্বাগত জানিয়ে
বরণ করব আজ।।।।।।।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৯৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৩/০১/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ভালোই লাগল ত। তবে বাংলা পহেলা বৈশাখে এমন একটি কবিতা চাই। লিখে জানালে সুবিধে হয়, এই যা।
  • অনেক ভাল লাগলো। চমৎকার ।
  • মাহাবুব ০৪/০১/২০১৬
    দারুণ কবিতা, কবি ভালো লাগলো।
  • পরশ ০৪/০১/২০১৬
    দারুন!
  • ভালো লাগলো কবি।
  • ভাল লাগল। শুভেচ্ছা নতুন সূর্যর।
    • সীমা সান্যাল ০৫/০১/২০১৬
      নতুও প্রত্যাশায় নতুন উদ্ভাবনী ছন্দে আমরা সবাই যেন ভালো থাকি সবাইকে ভালো রাখি।।।অনেক ধন্যবাদ আপনাকে।।।
 
Quantcast