কাজলে কাজলে
"কাজলে কাজলে'
জানিস আজ কাজল পড়তে গিয়ে
আটকালো চোখ নিজের আয়না টাতে।
লেপটে গেলো চোখের কোনে
কাজলটা আজ যেই
অতীত ঘেঁষা টুকরো স্মৃতি
ভেসে এলো সেই।
এমনি করে সেদিনও যখন
কাজল নিয়ে হাতে
ভাবনা ছিল কেমন করে
পড়ব আমি সাঁঝে
আয়না টাতেও পারদ পরে
ঝাপসা হয়ে ছিল
মুখটা আমার তোর চোখেতে
স্থিরটি হয়ে ছিল।
স্বছ ভাবে নিজেকে সেদিন খুঁজেও পেয়েছিলাম
তোরর চোখেতে আস্কারা র ছায়াও দেখেছিলাম।
হৃদয়টানের উপস্থিতি কেমন করে যেন
কম্পনেতে ধীরে ধীরে সমর্পিত হল।
আজও আমি কাজল পরি;
কিনেছি নতুন আয়না
তোর চোখ আয়না তো স্বপ্ন ছিল
বাস্তবতা পায়না।
এখন বুঝি আর কারুর
আয়না হয়ে আছিস?
লেপটে যাওয়া কাজল কারুর
সযত্ন তে মুছিস?
আমিও আছি ভালো ই আছি
খুব ই ভালো আছি
শুধু c/o টা পালটে গিয়ে
চোখের জলে ভাসি।।।।
জানিস আজ কাজল পড়তে গিয়ে
আটকালো চোখ নিজের আয়না টাতে।
লেপটে গেলো চোখের কোনে
কাজলটা আজ যেই
অতীত ঘেঁষা টুকরো স্মৃতি
ভেসে এলো সেই।
এমনি করে সেদিনও যখন
কাজল নিয়ে হাতে
ভাবনা ছিল কেমন করে
পড়ব আমি সাঁঝে
আয়না টাতেও পারদ পরে
ঝাপসা হয়ে ছিল
মুখটা আমার তোর চোখেতে
স্থিরটি হয়ে ছিল।
স্বছ ভাবে নিজেকে সেদিন খুঁজেও পেয়েছিলাম
তোরর চোখেতে আস্কারা র ছায়াও দেখেছিলাম।
হৃদয়টানের উপস্থিতি কেমন করে যেন
কম্পনেতে ধীরে ধীরে সমর্পিত হল।
আজও আমি কাজল পরি;
কিনেছি নতুন আয়না
তোর চোখ আয়না তো স্বপ্ন ছিল
বাস্তবতা পায়না।
এখন বুঝি আর কারুর
আয়না হয়ে আছিস?
লেপটে যাওয়া কাজল কারুর
সযত্ন তে মুছিস?
আমিও আছি ভালো ই আছি
খুব ই ভালো আছি
শুধু c/o টা পালটে গিয়ে
চোখের জলে ভাসি।।।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ নাজমুল হাসান ২৯/১২/২০১৫ভালো লাগলো..
-
সাইফুল ইসলাম (bdlooks24.com) ২৯/১২/২০১৫সুন্দর ভাবনার লিখনী
-
জে এস সাব্বির ২৯/১২/২০১৫কবিতা পাঠে মুগ্ধ হলাম ...
-
প্রদীপ কুমার দে ২৮/১২/২০১৫খুবই ভালো.........।
-
নুফরাত জেরীন ২৮/১২/২০১৫very nice
-
দেবব্রত সান্যাল ২৮/১২/২০১৫কবি , আপনার ভাবনা ভালো , পরিবেশনাও। দুর্বলতা অন্তমিলে।