www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

যাবি আমার সাথে

চল চলে যাই
সেই আদুরিয়া পল্লিবাংলায়
তার মেঘবরণ বন
আর শ্যামবরণ বসন।
মাথার ওপর ঘন নীল বাথটবে
সাদা মেঘের ফেনা
আর থাকবে ঝিম নৈশব্দ।
পশ্চিম দিগন্তে আকাশে আগুন লেগে যাবে।
যাবি সেই সব পেয়েছির দেশেবিদেশে?
শোন্ না....শীতে যাবি?
ঝরা পাতার খেলা দেখতে পাবো
না হলে শ্রাবণ এ?
মাদলে মাদলে মাদকতা।
গরমেও যেতে পারিস...
শাল পিয়ালের ঘোমটার তলায়।
পলাশের পাপড়িতে লাল কারপেট
পায়ে পায়ে চলতে থাকবো
দলবো না কিন্তু কোনো ফুল
বলতো কেনো?
আরে... ওরাই যে তোর হাতের ছোয়ায়
আমার এলো চুলের শোভা বাড়াবে।
আর ঐ তিরতির করে নয়ে নয়ে
না না বয়ে চলা নদী টা
জানিস ওর বুকে কত কথা জমে আছে?
কান পেতে শুনবো ওর জোয়ার ভাটার গল্প
আর একটু সময় যদি বেশি থাকতে পারিস
তাহলে কিন্তু তিতির টার গান শুনে আসবো।
চল তবে....
বেলা বয়ে যায় যে।।।।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯২৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২০/১২/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ভালো লাগার অসাধারন কবিতা॥
  • ভালো লাগলো।
  • মোঃ মুলুক আহমেদ ২৬/১২/২০১৫
    অসাধারণ,
    গ্রাম বাংলার পল্লী কবিতা|
    কোন ঋতুতে কি হয়, সুন্দর ভাবে উপস্থাপন করা হয়েছে|
    -ধন্যবাদ|
  • হিরণ্য হারুন ২২/১২/২০১৫
    ভালো
  • অনেক কিছু দেখব জীবনে। যদি বেচে থাকি। আফসোস শুধু তোমার মত কবিকে দেখার
    • সীমা সান্যাল ২৫/১২/২০১৫
      এই যে কবিতা ভালবাসা....তার সব্দে মন আকুলবিকুল হওয়া... এ আমার বিরাট প্রাপ্তি।।।
      সুভ বড়দিন।।।।।।
  • রাশেদ খাঁন ২১/১২/২০১৫
    very nice
  • জে এস সাব্বির ২১/১২/২০১৫
    না হলে শ্রাবণ এ?
    মাদলে মাদলে মাদকতা।
    গরমেও যেতে পারিস...
    শাল পিয়ালের ঘোমটার তলায়।
    পলাশের পাপড়িতে লাল কারপেট
    পায়ে পায়ে চলতে থাকবো
    দলবো না কিন্তু কোনো ফুল
    বলতো কেনো?
    আরে... ওরাই যে তোর হাতের ছোয়ায়
    আমার এলো চুলের শোভা বাড়াবে।

    প্রেমে পরে গেলাম -আপনার কবিতার ।ভাল থাকবেন সবসময় ।আর নিয়মিত আমাদের জন্য উপহার নিয়ে হাজির হবেন ।।অনেক ,অনেক ,অনেক ভাললাগা রেখে গেলাম ।
    • সীমা সান্যাল ২৫/১২/২০১৫
      সব ভালোলাগা ভালোবাসার সেলামি দিতে হয়
      শুধু কবিতাচয়ন বা কবিতাপাঠ এর না।।।।আপনাদের মতামত আমার লেখাকে অনুপ্রেরনা দেয়।।
      ভালো থাকবেন।।।
      happy christmas
  • বেশ সুন্দর পল্লী বর্ণনা। মনছুঁয়ে গেল কবি।
    • সীমা সান্যাল ২৫/১২/২০১৫
      পল্লীবাংলা আমার মা... তার রূপ..রস.. গন্ধ আমার শরীর মন জুড়ে... এমন করেই মন্তব্য করে সাহস জুগিয়ে যাবেন।।।।
      merry christmas....
  • রাশেদ খাঁন ২০/১২/২০১৫
    nice
 
Quantcast