যাবি আমার সাথে
চল চলে যাই
সেই আদুরিয়া পল্লিবাংলায়
তার মেঘবরণ বন
আর শ্যামবরণ বসন।
মাথার ওপর ঘন নীল বাথটবে
সাদা মেঘের ফেনা
আর থাকবে ঝিম নৈশব্দ।
পশ্চিম দিগন্তে আকাশে আগুন লেগে যাবে।
যাবি সেই সব পেয়েছির দেশেবিদেশে?
শোন্ না....শীতে যাবি?
ঝরা পাতার খেলা দেখতে পাবো
না হলে শ্রাবণ এ?
মাদলে মাদলে মাদকতা।
গরমেও যেতে পারিস...
শাল পিয়ালের ঘোমটার তলায়।
পলাশের পাপড়িতে লাল কারপেট
পায়ে পায়ে চলতে থাকবো
দলবো না কিন্তু কোনো ফুল
বলতো কেনো?
আরে... ওরাই যে তোর হাতের ছোয়ায়
আমার এলো চুলের শোভা বাড়াবে।
আর ঐ তিরতির করে নয়ে নয়ে
না না বয়ে চলা নদী টা
জানিস ওর বুকে কত কথা জমে আছে?
কান পেতে শুনবো ওর জোয়ার ভাটার গল্প
আর একটু সময় যদি বেশি থাকতে পারিস
তাহলে কিন্তু তিতির টার গান শুনে আসবো।
চল তবে....
বেলা বয়ে যায় যে।।।।
সেই আদুরিয়া পল্লিবাংলায়
তার মেঘবরণ বন
আর শ্যামবরণ বসন।
মাথার ওপর ঘন নীল বাথটবে
সাদা মেঘের ফেনা
আর থাকবে ঝিম নৈশব্দ।
পশ্চিম দিগন্তে আকাশে আগুন লেগে যাবে।
যাবি সেই সব পেয়েছির দেশেবিদেশে?
শোন্ না....শীতে যাবি?
ঝরা পাতার খেলা দেখতে পাবো
না হলে শ্রাবণ এ?
মাদলে মাদলে মাদকতা।
গরমেও যেতে পারিস...
শাল পিয়ালের ঘোমটার তলায়।
পলাশের পাপড়িতে লাল কারপেট
পায়ে পায়ে চলতে থাকবো
দলবো না কিন্তু কোনো ফুল
বলতো কেনো?
আরে... ওরাই যে তোর হাতের ছোয়ায়
আমার এলো চুলের শোভা বাড়াবে।
আর ঐ তিরতির করে নয়ে নয়ে
না না বয়ে চলা নদী টা
জানিস ওর বুকে কত কথা জমে আছে?
কান পেতে শুনবো ওর জোয়ার ভাটার গল্প
আর একটু সময় যদি বেশি থাকতে পারিস
তাহলে কিন্তু তিতির টার গান শুনে আসবো।
চল তবে....
বেলা বয়ে যায় যে।।।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বিদ্রোহী ফাহিম খান ২৮/০১/২০১৬ভালো লাগার অসাধারন কবিতা॥
-
জুনায়েদ বি রাহমান ০৮/০১/২০১৬ভালো লাগলো।
-
মোঃ মুলুক আহমেদ ২৬/১২/২০১৫অসাধারণ,
গ্রাম বাংলার পল্লী কবিতা|
কোন ঋতুতে কি হয়, সুন্দর ভাবে উপস্থাপন করা হয়েছে|
-ধন্যবাদ| -
হিরণ্য হারুন ২২/১২/২০১৫ভালো
-
সাইফুল ইসলাম (bdlooks24.com) ২২/১২/২০১৫অনেক কিছু দেখব জীবনে। যদি বেচে থাকি। আফসোস শুধু তোমার মত কবিকে দেখার
-
রাশেদ খাঁন ২১/১২/২০১৫very nice
-
জে এস সাব্বির ২১/১২/২০১৫না হলে শ্রাবণ এ?
মাদলে মাদলে মাদকতা।
গরমেও যেতে পারিস...
শাল পিয়ালের ঘোমটার তলায়।
পলাশের পাপড়িতে লাল কারপেট
পায়ে পায়ে চলতে থাকবো
দলবো না কিন্তু কোনো ফুল
বলতো কেনো?
আরে... ওরাই যে তোর হাতের ছোয়ায়
আমার এলো চুলের শোভা বাড়াবে।
প্রেমে পরে গেলাম -আপনার কবিতার ।ভাল থাকবেন সবসময় ।আর নিয়মিত আমাদের জন্য উপহার নিয়ে হাজির হবেন ।।অনেক ,অনেক ,অনেক ভাললাগা রেখে গেলাম । -
রুহুল আমীন রৌদ্র. ২১/১২/২০১৫বেশ সুন্দর পল্লী বর্ণনা। মনছুঁয়ে গেল কবি।
-
রাশেদ খাঁন ২০/১২/২০১৫nice