মনের মানুষ
কতো কথা এমন আমার বুকের ভিতর জড়িয়ে আছে।
কেউ বোঝেনা কেউ বোঝেনা
কোন সে আকাশ নীলচে হলো কোন সে বাতাস উড়িয়ে নিল
কেউ বোঝেনা কেউ বোঝেনা।
বনের পাখি না খাচার পাখি আমায় দেখে করতো নাচানাচি
কোন নদীতে পা ভিজাবো,কোন শাড়িতে আজ সাজবো
কেউ বলেনা কেউ বলেনা।
কানের কাছে ফিসফিসিয়ে লাজুক লাজুক মুখ টি করে কক্ষনো তো কেও বলেনা,এমন করেই থেকো তুমি,তুমি হলে তোমারি মতো
কেন যে আর কেউ বলেনা।
কেউ ডাকেনা কেউ ডাকেনা।
গভীর রাতে তারা গুনতে, ছুটটে গিয়ে ছাদের পরে।
কোন তারাটা র আলো বেশি কোনটা আবার মিটিমিটি
এমন তরকো কেউ করেনা।
বাগান ভরা গাছগুলি আজ অযত্নেতে শুকিয়ে গেছে
কাটাকুটির ভুল চালেতে।
জীবন টা আজ মরুভূমি
টুকরো মেঘে র ছেড়া ক্যানভাসে রামধনুহীন ধূসর ছবি
কোথয় গেলি কোথায় গেলি?
সাক্ষী রা সব আজও আছে।যেমন ছিল সেই বিকেলেও
ফুল পাখি আর গোধূলি বেলা। আজও ওরা অপেক্ষাতে।
সুধু কেউ এলনা কেউ এলনা।
কেউ বোঝেনা কেউ বোঝেনা
কোন সে আকাশ নীলচে হলো কোন সে বাতাস উড়িয়ে নিল
কেউ বোঝেনা কেউ বোঝেনা।
বনের পাখি না খাচার পাখি আমায় দেখে করতো নাচানাচি
কোন নদীতে পা ভিজাবো,কোন শাড়িতে আজ সাজবো
কেউ বলেনা কেউ বলেনা।
কানের কাছে ফিসফিসিয়ে লাজুক লাজুক মুখ টি করে কক্ষনো তো কেও বলেনা,এমন করেই থেকো তুমি,তুমি হলে তোমারি মতো
কেন যে আর কেউ বলেনা।
কেউ ডাকেনা কেউ ডাকেনা।
গভীর রাতে তারা গুনতে, ছুটটে গিয়ে ছাদের পরে।
কোন তারাটা র আলো বেশি কোনটা আবার মিটিমিটি
এমন তরকো কেউ করেনা।
বাগান ভরা গাছগুলি আজ অযত্নেতে শুকিয়ে গেছে
কাটাকুটির ভুল চালেতে।
জীবন টা আজ মরুভূমি
টুকরো মেঘে র ছেড়া ক্যানভাসে রামধনুহীন ধূসর ছবি
কোথয় গেলি কোথায় গেলি?
সাক্ষী রা সব আজও আছে।যেমন ছিল সেই বিকেলেও
ফুল পাখি আর গোধূলি বেলা। আজও ওরা অপেক্ষাতে।
সুধু কেউ এলনা কেউ এলনা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইসরাত রিতুল ১১/১২/২০১৫সুন্দর।
-
শাহানাজ সুলতানা (শাহানাজ) ০৯/১২/২০১৫সুন্দর, লিখতে থাকুন কবি সাথে আছি।
-
হাসান কাবীর ০৯/১২/২০১৫লেখা সুন্দর একটু সাজগোজ করালে আরো সুন্দর হতে পারতো। শুভেচ্ছা।
-
নির্ঝর ০৯/১২/২০১৫খুব ভালো
-
সমরেশ সুবোধ পড়্যা ০৯/১২/২০১৫খুব সুন্দর । লিখতে থাকুন । শুভেচ্ছা জানাই ।
-
জুনায়েদ বি রাহমান ০৯/১২/২০১৫সুন্দর কাব্য।
-
অভিষেক মিত্র ০৯/১২/২০১৫সুন্দর।
-
দেবব্রত সান্যাল ০৯/১২/২০১৫ভালো। একটু এডিট করে নিন।