www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কবির পুরস্কার ( কাল্পনিক ) উপন্যাস টি বাংলা বোধ নামে প্রকাশিত হয়েছে।

১৯৭১ সালের বাংলাদেশ এবং পাকিস্থানের দমন নীতির প্রভাবে বাঙালি জনজীবনে যে অন্ধকারময় অধ্যায়ের সূচনা হয়েছিল, সেই প্রেক্ষাপটই হল এই উপন্যাস সৃষ্টির পটভূমি। ধর্মান্ধ মৌলবাদে বিশ্বাসী বাংলাদেশের কিছু জনগণ এবং পাকিস্থান সেনাদের অকথ্য অত্যাচারের কাহিনিই বাঙালি জাতীর অস্থিপঞ্জরের অস্তিত্ব যেমন দেখিয়েছে, অপর দিকে তাদের ঘুরে দাঁড়াবার লড়াইয়ের আবার সুচনাও ঘটিয়েছে। স্বাধীনতা পরবর্তী ভারতবর্ষ সেই বাঙালি জাতিকে যেমন আশ্রয় দিয়েছে, তেমনই ক্রমে ক্রমে এখানে এসেছে নকশালবাদ, গোর্খ্যা আন্দোলন এমনকি জঙ্গি সন্ত্রাস তাদের জীবনেও। বাঙ্গালিয়ানাকেও প্রভাবিত করেছে। কাশ্মীর সমস্যায় জঙ্গি আন্দোলন যে কতটা প্রভাব বিস্তার করেছে তা সমগ্র বিশ্ববাসীর কাছে এক স্পষ্ট ধারণাতীত বিষয় নয়। জিহাদি সন্ত্রাস আজ আবারও প্রবল ভাবে মাথা ধরার বিষয় হয়ে উঠেছে। আগামি সকাল আমাদের সকলের জন্য এক শান্তিকামী বিশ্বের উপহার দেবে সে প্রত্যাশা তো আমরা প্রবল ভাবে করি। সেই সকালের চিত্রকল্পও এখানে রয়েছে। ধর্মবাদ, নারীবাদ কথনের মধ্যেই মানবিক জাতীবাদ প্রতিষ্ঠার কথা বলা হয়েছে এখানে। বিশ্বের ক্রমবর্ধমান ক্ষমতার আগ্রাসন এবং মানবিক মুল্যবোধ পরিবর্তনের মাঝেই

একটি প্রাণপূর্ণ বিশ্বশান্তির বিশ্ব গড়ে তোলার লক্ষ্যে। আপনাদের নিশ্চই ভাললাগবে।

শিবশংকর

link:
www.notionpress.com/store/BANGLA BODH
৩০ শে মে প্রকাশিত হয়েছে।

ISBN- 978-93-5311-390-2
বিষয়শ্রেণী: সংবাদ
ব্লগটি ৮৪৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৪/০৬/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast