www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

উপহার

তুমি যে একটা সচ্ছ কাচের ছবি উপহার দিয়েছিলে আমায় ,
ওরা সেটা দেখতে পাচ্ছে না !
আমার উপলব্ধি আজ সেই কথায় জানায় ।
পোশাক ত্যাগি মোনালিসারা তাই আজ আর আমার দিকে তাকায় না ।

তুমি বলেছিলে প্রেম মানুষ কে ঈশ্বর বানাতে পারে,
কত প্রশ্ন উত্তর চায় নামের আগে ঈশ্বর চিহ্ন তুলে !
একে নয় তবে কি আজও প্রেম বহুত্বের দাবিদার ?
মাদার টেরেসা - বিকেকানন্দ কোন পথে গেছেন চলে ?

আজও তাই মোহ করে ত্যাগ
দেখি তোমার অপলক দুটি চোখ ,
তুমিই আমার ত্যাগ - তুমিই আমার ভোগ ,
দেখছি মানব ধর্ম - আমি দেখছি তোমার মুখ ।

এবার আমায় সচ্ছ জলের ছবি উপহার দিও
যেদিন আমি চলে যাব - তাতে খানিকটা প্রান ঢেলে নিও ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৩২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৯/০১/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • মধু মঙ্গল সিনহা ১০/০১/২০১৮
    খুব ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে।
    • শিবশঙ্কর ১০/০১/২০১৮
      অনেক অনেক ধন্যবাদ কবিবন্ধু। অনুপ্রাণিত হলাম মন্তব্যে। ভালো থাকবেন।
  • সুন্দর
    • শিবশঙ্কর ১০/০১/২০১৮
      অনেক অনেক ধন্যবাদ কবিবন্ধু। অনুপ্রাণিত হলাম মন্তব্যে। ভালো থাকবেন।
  • পি পি আলী আকবর ০৯/০১/২০১৮
    ভালোই হয়েছে
    • শিবশঙ্কর ১০/০১/২০১৮
      অনেক অনেক ধন্যবাদ কবিবন্ধু। অনুপ্রাণিত হলাম মন্তব্যে। ভালো থাকবেন।
 
Quantcast