ঘুমিয়ে আছি
আমি ঘুমিয়ে আছি সবুজ ঘাসের উপর
শীতের সকাল - শরতের সাজে আকাশ,
রৌদ্র এসে আমার শরীর কে ধুয়ে দিচ্ছে
সারি বেধে উড়ন্ত বকেদের দাবী - এবার
গান শোনাতে হবে আমায় ! বাতাস
রজনিগন্ধার ক্ষেত হতে সুগন্ধ নিয়ে আসছে ।
আমার চারিদিকে অনেক সাদা নোটন পায়রা
বক - বকুম, বকুম ধ্বনি তুলে জানান দিল পাশ
হচ্ছে, এবার ওদের দাবি - দাওয়া গানের, পাছে
ওদের গান গাওয়া বন্ধ হতে বসে আবার !
শীতের সকাল - শরতের সাজে আকাশ,
রৌদ্র এসে আমার শরীর কে ধুয়ে দিচ্ছে
সারি বেধে উড়ন্ত বকেদের দাবী - এবার
গান শোনাতে হবে আমায় ! বাতাস
রজনিগন্ধার ক্ষেত হতে সুগন্ধ নিয়ে আসছে ।
আমার চারিদিকে অনেক সাদা নোটন পায়রা
বক - বকুম, বকুম ধ্বনি তুলে জানান দিল পাশ
হচ্ছে, এবার ওদের দাবি - দাওয়া গানের, পাছে
ওদের গান গাওয়া বন্ধ হতে বসে আবার !
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঁঝের তারা ০৯/০১/২০১৮বেশ
-
কামরুজ্জামান সাদ ০৯/০১/২০১৮ছিমছাম লেখা।আশা করছি আরেকটু ভাল হবে।