মনুষত্বের সম্পর্ক
হিন্দু মুসলিম শিখ খ্রীস্টান সবাই
এক রক্তে মোরা ভাই ভাই।
মোদের কোনো জাতিভেদ ধর্ম নাই
মোরা এক পরমপিতার সন্তান সবাই।
এক মাটিতেই জন্ম মোদের
ভগবান গড আল্লা সকলের।
মোদের রক্ত সবার এক
শুধু ভাষার ফেরাক দেখ।
ব্ল্যাড ব্যাঙ্কে রক্ত কার?
হিন্দু মুসলিম শিখ খ্রীষ্টান সবার!
মুমূর্ষু রোগী বেঁচে ফেরে
জাতিভেদ ধর্ম দেখে নয় রে!
মোরা এক পিতার সন্তান
এক মাতৃকোলে অবস্থান!
হিন্দু কি মুসলিম ভাই
ভগবান একটাই!
সবাই মিলে বলি একবার
মনুষত্বের মাঝে সবাই একাকার।
হিন্দু মুসলিম শিখ খ্রীষ্টান সবাই
মোরা এক রক্তে ভাই ভাই!
শুধু ভাষার পার্থক্য
নাহলে মনুষত্বের মাঝে বিশাল সম্পর্ক!
=☆=
এক রক্তে মোরা ভাই ভাই।
মোদের কোনো জাতিভেদ ধর্ম নাই
মোরা এক পরমপিতার সন্তান সবাই।
এক মাটিতেই জন্ম মোদের
ভগবান গড আল্লা সকলের।
মোদের রক্ত সবার এক
শুধু ভাষার ফেরাক দেখ।
ব্ল্যাড ব্যাঙ্কে রক্ত কার?
হিন্দু মুসলিম শিখ খ্রীষ্টান সবার!
মুমূর্ষু রোগী বেঁচে ফেরে
জাতিভেদ ধর্ম দেখে নয় রে!
মোরা এক পিতার সন্তান
এক মাতৃকোলে অবস্থান!
হিন্দু কি মুসলিম ভাই
ভগবান একটাই!
সবাই মিলে বলি একবার
মনুষত্বের মাঝে সবাই একাকার।
হিন্দু মুসলিম শিখ খ্রীষ্টান সবাই
মোরা এক রক্তে ভাই ভাই!
শুধু ভাষার পার্থক্য
নাহলে মনুষত্বের মাঝে বিশাল সম্পর্ক!
=☆=
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কামরুজ্জামান সাদ ০৭/০২/২০১৮কবিতায় ফুটে উঠেছে মনুষ্যত্ব যেটা কিনা অনেকেই ফুঁৎকারে উড়িয়ে দিতে চায়।ধন্যবাদ কবি।
-
সাঁঝের তারা ২৮/০১/২০১৮অনবদ্য
-
সাইয়িদ রফিকুল হক ২৮/০১/২০১৮অসাম্প্রদায়িক চেতনার বহিঃপ্রকাশ।
-
শ.ম. শহীদ ২৮/০১/২০১৮অসাধারণ!
কবির অনুভূতিকে শ্রদ্ধা জানাই। -
মোঃ ফাহাদ আলী ২৮/০১/২০১৮এক বসনেই দেব কোঁচা
এক জীবনে জড়িয়ে বাঁচা। শুভকামনা রইল প্রিয় কবি। -
আমি-তারেক ২৮/০১/২০১৮অনেক সুন্দর ভাব্না...