আজ সারারাত
আজ সারারাত ছিল স্বপ্ন অগাধ
মধু রাতে হেসেছিল কৃষ্ণ চাঁদ।
পূর্ণিমা সে রাত যেন ভোর সকাল
কৃষ্ণচূড়া বনে আজ মাধুবী বিকাল।
নয়ন ছিল মোর ময়ূর আলো
আজ সারারাত আমার স্বপ্ন ভালো।
তুলসী বনে যে বেজেছিল বাঁশি
নয়ন আমার আলো কৃষ্ণ মন হাসি।
রাধার কোমল মন ওড়না মেঘ
মধু রাতে সে ছিল মিষ্টি আবেগ।
মিষ্টি মন দেখেছিল কৃষ্ণ চাঁদ
আজ সারারাত ছিল স্বপ্ন অগাধ!
=☆=
মধু রাতে হেসেছিল কৃষ্ণ চাঁদ।
পূর্ণিমা সে রাত যেন ভোর সকাল
কৃষ্ণচূড়া বনে আজ মাধুবী বিকাল।
নয়ন ছিল মোর ময়ূর আলো
আজ সারারাত আমার স্বপ্ন ভালো।
তুলসী বনে যে বেজেছিল বাঁশি
নয়ন আমার আলো কৃষ্ণ মন হাসি।
রাধার কোমল মন ওড়না মেঘ
মধু রাতে সে ছিল মিষ্টি আবেগ।
মিষ্টি মন দেখেছিল কৃষ্ণ চাঁদ
আজ সারারাত ছিল স্বপ্ন অগাধ!
=☆=
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মধু মঙ্গল সিনহা ১৬/০১/২০১৮ভালো লাগলো...
-
পি পি আলী আকবর ১৫/০১/২০১৮ভাল
-
সাইয়িদ রফিকুল হক ১৫/০১/২০১৮ভালো।
-
কামরুজ্জামান সাদ ১৫/০১/২০১৮ভাল লেখা
-
মোঃ ফাহাদ আলী ১৫/০১/২০১৮তবুও অপূর্ণ!!!