বিধাতার লেখা
বিধাতার লেখা
তুমি আকাশ আঁকা পৃথিবীর আলো!
নয়ন মেলে দেখো,
তোমার সম্মুখে সবাই ভালো!
তুমি আকাশ আলো!
চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র;
সবাই তোমার ভালো!
তুমি মন সর্বত্র!
এ বিধাতা লেখে;
তোমায় দেখে,
তুমি আকাশ সম্রাট পৃথিবীর আলো!
দ্বীপ জ্বালো!
ঘরে ঘরে এসেছে নতুন আলো!
সে আকাশ রাধাশ্যাম ভালো।
বিধাতার লেখা;
চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র,
সর্বত্র ছবি আঁকা!
এক আকাশ সম্রাট রাধাশ্যাম লেখা!
তুমি আকাশ আঁকা পৃথিবীর আলো!
নয়ন মেলে দেখো,
তোমার সম্মুখে সবাই ভালো!
তুমি আকাশ আলো!
চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র;
সবাই তোমার ভালো!
তুমি মন সর্বত্র!
এ বিধাতা লেখে;
তোমায় দেখে,
তুমি আকাশ সম্রাট পৃথিবীর আলো!
দ্বীপ জ্বালো!
ঘরে ঘরে এসেছে নতুন আলো!
সে আকাশ রাধাশ্যাম ভালো।
বিধাতার লেখা;
চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র,
সর্বত্র ছবি আঁকা!
এক আকাশ সম্রাট রাধাশ্যাম লেখা!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ১২/০১/২০১৮বেশ!
-
মধু মঙ্গল সিনহা ১২/০১/২০১৮অপূর্ব ,ধন্যবাদ আপনাকে
-
কামরুজ্জামান সাদ ১২/০১/২০১৮চমৎকার বর্ণনা