বিশাল নাম
নিশিত অন্ধকার
আকাশে তারার সংসার
ঝলমল করে আলো
মাঝখানে চাঁদ ফুটেছে ভালো
পূর্ণিমা সেদিন জ্যোৎস্না অগাধ
নেই আর অন্ধকার রাত
পৃথিবীর মাটি
রূপালী খাঁটি
ফাঁকা মাঠে ডাকে শেয়াল!
চমৎকার প্রশ্ন বিশাল
সাতটি তারা
সপ্তর্ষিমন্ডল প্রশ্ন চিহ্ন গড়া
কাল পুরুষ ধরে আছে তীর!
সে এক বিশাল বীর!
লক্ষ তারা মাঝে জ্বলজ্বল করে আলো
প্রশ্ন চিহ্ন সপ্তর্ষিমন্ডল ধ্রুবতারা বেশ ভালো
আকাশ নেই অন্ধকার
তবুও নিশিত সে রাত তারার সংসার।
লক্ষ তারা জুড়ে
বিশাল নাম গড়ে
রাম ধাম শ্যাম রাধাশ্যাম
আকাশবাণী গড়ে তাঁর নাম!
আকাশে তারার সংসার
ঝলমল করে আলো
মাঝখানে চাঁদ ফুটেছে ভালো
পূর্ণিমা সেদিন জ্যোৎস্না অগাধ
নেই আর অন্ধকার রাত
পৃথিবীর মাটি
রূপালী খাঁটি
ফাঁকা মাঠে ডাকে শেয়াল!
চমৎকার প্রশ্ন বিশাল
সাতটি তারা
সপ্তর্ষিমন্ডল প্রশ্ন চিহ্ন গড়া
কাল পুরুষ ধরে আছে তীর!
সে এক বিশাল বীর!
লক্ষ তারা মাঝে জ্বলজ্বল করে আলো
প্রশ্ন চিহ্ন সপ্তর্ষিমন্ডল ধ্রুবতারা বেশ ভালো
আকাশ নেই অন্ধকার
তবুও নিশিত সে রাত তারার সংসার।
লক্ষ তারা জুড়ে
বিশাল নাম গড়ে
রাম ধাম শ্যাম রাধাশ্যাম
আকাশবাণী গড়ে তাঁর নাম!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ০৯/০১/২০১৮ভালো। কিন্তু বন্ধু, বানানের দিকে একটু খেয়াল রাখতে হবে।
-
সাঁঝের তারা ০৯/০১/২০১৮খুব সুন্দর ...
-
কামরুজ্জামান সাদ ০৯/০১/২০১৮অপূর্ব কথামালা।