ভোরের সংবাদ
ভোরের আলো
সবচেয়ে ভালো
পবিত্র হয় মন!
জীবন মেরুর
কর্ম শুরুর
যাত্রাপালা তখন!
শিশির ভেজা
পায়ে মজা
সকালবেলার হাঁটা!
মৌমাছি মন
ব্যস্ত জীবন
রোদ বেরলে ছাতা!
ফর্সা আকাশ
মিষ্টি বাতাস
সকালবেলার জীবন!
স্বপ্ন ভাঙা
সূর্য জাগা
সকালবেলার মন!
ভোরের আলো
ফুল জাগল
স্বপ্ন ভাঙা রাত!
পবিত্র মন
যখন জীবন
পড়ে ভোরের সংবাদ!
=☆=
সবচেয়ে ভালো
পবিত্র হয় মন!
জীবন মেরুর
কর্ম শুরুর
যাত্রাপালা তখন!
শিশির ভেজা
পায়ে মজা
সকালবেলার হাঁটা!
মৌমাছি মন
ব্যস্ত জীবন
রোদ বেরলে ছাতা!
ফর্সা আকাশ
মিষ্টি বাতাস
সকালবেলার জীবন!
স্বপ্ন ভাঙা
সূর্য জাগা
সকালবেলার মন!
ভোরের আলো
ফুল জাগল
স্বপ্ন ভাঙা রাত!
পবিত্র মন
যখন জীবন
পড়ে ভোরের সংবাদ!
=☆=
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মধু মঙ্গল সিনহা ৩০/১২/২০১৭অনেক সুন্দর কবিতা।
-
কে. পাল ২৮/১২/২০১৭Valo
-
পবিত্র রায় ২৮/১২/২০১৭ভাল লাগল
-
আলম সারওয়ার ২৮/১২/২০১৭অতি চমত্কার
-
সাইয়িদ রফিকুল হক ২৭/১২/২০১৭জীবনটা ভোরের মতো হোক।
-
এন আই পারভেজ ২৭/১২/২০১৭সুন্দর হয়েছে।
-
কামরুজ্জামান সাদ ২৭/১২/২০১৭মুগ্ধতা রেখে গেলাম