আশ্চর্য সূর্যতারা
আর কত কাল থাকবে রাত
ঘুম ভাঙ্গও পৃথিবী,
নিঝুম রাতের স্বপ্ন অগাধ
সুন্দর সুন্দর ছবি!
ফাঁকা মাঠে আজ শিয়াল ডাকে
ডাকে রাতের পাখি,
রাতের আকাশ পৃথিবী আঁকে
ভোরের সূর্য দেখি!
ঘুম ভাঙ্গে মন পৃথিবীর হাওয়া
দোলায় মন আকাশ,
এ ক্ষুদ্র হাতে স্বপ্ন ছোঁয়া
পৃথিবীর মন বাতাস!
ডাকে পৃথিবী ভোরের আলো
ওঠো তুমি ওঠো আজ,
সূর্য জেগেছে সুন্দর ভালো
জাগাও তুমি সমাজ!
এ মনের আলো খুঁজেছিল শুধু
একটু ভালোবাসা,
মৌমাছিরা দিয়ে গেল মধু
কত শত আশা ভরসা!
কাল রাতে এক স্বপ্ন ছিল
সুন্দর পৃথিবী গড়া,
স্বপ্ন ভোরে তোমার ছোঁয়া পেল
আশ্চর্য সূর্যতারা!
ঘুম ভাঙ্গও পৃথিবী,
নিঝুম রাতের স্বপ্ন অগাধ
সুন্দর সুন্দর ছবি!
ফাঁকা মাঠে আজ শিয়াল ডাকে
ডাকে রাতের পাখি,
রাতের আকাশ পৃথিবী আঁকে
ভোরের সূর্য দেখি!
ঘুম ভাঙ্গে মন পৃথিবীর হাওয়া
দোলায় মন আকাশ,
এ ক্ষুদ্র হাতে স্বপ্ন ছোঁয়া
পৃথিবীর মন বাতাস!
ডাকে পৃথিবী ভোরের আলো
ওঠো তুমি ওঠো আজ,
সূর্য জেগেছে সুন্দর ভালো
জাগাও তুমি সমাজ!
এ মনের আলো খুঁজেছিল শুধু
একটু ভালোবাসা,
মৌমাছিরা দিয়ে গেল মধু
কত শত আশা ভরসা!
কাল রাতে এক স্বপ্ন ছিল
সুন্দর পৃথিবী গড়া,
স্বপ্ন ভোরে তোমার ছোঁয়া পেল
আশ্চর্য সূর্যতারা!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মধু মঙ্গল সিনহা ২৮/১২/২০১৭খুব ভালো লাগলো।