আকাশবাণী
গভীর সে অন্ধকার রাত
হয়তো সেদিন অম্যাবর্সা অগাদ
হঠাৎ আকাশবাণী অসংখ্য তারা মাঝে
পৃথিবীর ব্যথা কে বোঝে?
প্রশ্ন করে পৃথিবীর বুকে
অসংখ্য তারা আকাশ লেখে
বলে ঐ যে আকাশ
যেখানে শূন্য বাতাস
ঐ বোঝে পৃথিবীর ব্যথা!
ওর বুকে আমাদের কথা
সকালে রবীকে ওঠায় যে
সে যে আকাশ আবার কে?
চাঁদ তারা সব তাঁরই মাঝে
পৃথিবীর ব্যথা আকাশ বোঝে!
রবীর মুখে আকাশবাণী
আবার এল কে জগৎবাণী?
সে এক আশ্চর্য পিছাবনী
যে আকাশ সম্রাট রাজবাণী!
সূর্য করে প্রণাম তাঁকে
পৃথিবীর বুকে ছবি দেখে
সে সন্তান আর কেউ নয়
চন্দ্র সূর্য গ্রহ তারার জয়
রাম ধাম শ্যাম রাধাশ্যাম
আকাশবাণী তাঁর নাম!
=☆=
হয়তো সেদিন অম্যাবর্সা অগাদ
হঠাৎ আকাশবাণী অসংখ্য তারা মাঝে
পৃথিবীর ব্যথা কে বোঝে?
প্রশ্ন করে পৃথিবীর বুকে
অসংখ্য তারা আকাশ লেখে
বলে ঐ যে আকাশ
যেখানে শূন্য বাতাস
ঐ বোঝে পৃথিবীর ব্যথা!
ওর বুকে আমাদের কথা
সকালে রবীকে ওঠায় যে
সে যে আকাশ আবার কে?
চাঁদ তারা সব তাঁরই মাঝে
পৃথিবীর ব্যথা আকাশ বোঝে!
রবীর মুখে আকাশবাণী
আবার এল কে জগৎবাণী?
সে এক আশ্চর্য পিছাবনী
যে আকাশ সম্রাট রাজবাণী!
সূর্য করে প্রণাম তাঁকে
পৃথিবীর বুকে ছবি দেখে
সে সন্তান আর কেউ নয়
চন্দ্র সূর্য গ্রহ তারার জয়
রাম ধাম শ্যাম রাধাশ্যাম
আকাশবাণী তাঁর নাম!
=☆=
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আলম সারওয়ার ২৩/১২/২০১৭চমত্কার
-
সাইয়িদ রফিকুল হক ২১/১২/২০১৭বেশ!
-
কামরুজ্জামান সাদ ২১/১২/২০১৭বেশ!