শ্যাম রাজ(শ্রী রাধাশ্যাম জানা)
শ্যাম রাজ(শ্রী রাধাশ্যাম জানা)-এর ব্লগ
-
হিন্দু মুসলিম শিখ খ্রীস্টান সবাই
এক রক্তে মোরা ভাই ভাই।
মোদের কোনো জাতিভেদ ধর্ম নাই
মোরা এক পরমপিতার সন্তান সবাই। [বিস্তারিত] -
উৎসব অনুষ্ঠানে
প্রচুর লোকের আয়োজনে
অন্ন মহোৎসব!
জাতিভেদ ধর্মহীন [বিস্তারিত] -
দিশেহারা মন
খুঁজে এক জীবন
সাথী তুমি কোথায়?
তুমি মন আপন [বিস্তারিত] -
পাহাড় কোলে সূর্য আলো
মিষ্টি ফুলের সুবাস ভালো।
মিষ্টি হাওয়ায় দোলায় মন
এক বাঁশিতে সুর কেমন? [বিস্তারিত] -
আজ সারারাত ছিল স্বপ্ন অগাধ
মধু রাতে হেসেছিল কৃষ্ণ চাঁদ।
পূর্ণিমা সে রাত যেন ভোর সকাল
কৃষ্ণচূড়া বনে আজ মাধুবী বিকাল। [বিস্তারিত] -
নয়ন আমার ময়ূর আলো
কৃষ্ণ আমি ভালো
তুলসী বনে গান ধরেছি
রাধা মিষ্টি হাসল। [বিস্তারিত] -
বিধাতার লেখা
তুমি আকাশ আঁকা পৃথিবীর আলো!
নয়ন মেলে দেখো,
তোমার সম্মুখে সবাই ভালো! [বিস্তারিত] -
আলো আকাশ স্বপ্ন সাগর
ঢেউ তোলে মন যেন অজগর!
নীল পৃথিবীর নীল নদী তীর,
স্বপ্ন শহরে মিশর বীর! [বিস্তারিত] -
নিশিত অন্ধকার
আকাশে তারার সংসার
ঝলমল করে আলো
মাঝখানে চাঁদ ফুটেছে ভালো [বিস্তারিত] -
হৃদয় আলো তোমার ভালো
পবিত্র তোমার মন।
জীবন অন্তর খুব সুন্দর
তুমি মন গগন। [বিস্তারিত] -
নাচে মন স্বপ্ন সাগর,
হাসে আকাশ সূর্য আলো!
গায় গান মিষ্টি পাখি,
নয়নে দেখি ময়ূর প্রহরী! [বিস্তারিত] -
ভোরের আলো
সবচেয়ে ভালো
পবিত্র হয় মন!
জীবন মেরুর [বিস্তারিত] -
সূর্য জানে পৃথিবী জানে
জানি আমি আকাশ
আমি কি চাই পৃথিবীর ভাই
ধ্রুবতারা করে প্রকাশ! [বিস্তারিত] -
আজ কত স্বপ্ন
সুন্দর সত্যি করে
এলে তুমি ঈশ্বর!
এ মনের রত্ন [বিস্তারিত] -
আর কত কাল থাকবে রাত
ঘুম ভাঙ্গও পৃথিবী,
নিঝুম রাতের স্বপ্ন অগাধ
সুন্দর সুন্দর ছবি! [বিস্তারিত]
- ১
- ২