www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আসরের কবিদের ৬ ফেব্রুয়ারীর কিছু ছবি

সেই দিনের সোনালী বিকেল কভু ভুলার নই । গিয়েছিলাম 'শতরূপে ভালোবাসা' মোড়ক উন্মেচন কি ভাবে হবে তা আলোচনা করার জন্য ,সেখানে আমরা একত্রিত হলাম। বাম থেকে- কবি সৈয়দ মহিউদ্দিন মাসুম, কবি আনিছুর রহমান, কবি সরকার মুনীর, কবি জালাল উদ্দিন মুহম্মদ, কবি শিমুদা,> আমি পার্থ সাহা, কবি মোঃ মজিবুর রহমান, কবীর হুমায়ন,বীথি (শিমুল শুভ্রের বৌদি বর্তমানে), কবি রফিক পঞ্চায়েত, কবি খায়রুল আহসান, কবি কায়সার মোহাম্মদ ইসলাম, কবি তাজুল ইসলাম, কবি পলক রহমান ও কবি কাজী জাহিদুল ইসলাম।

সবার ভালো লাগা এবং মতামত আশা করছি।



শুধু স্মৃতি


মনে পড়ে আজো



সেই পড়ন্ত বিকেলে দেখা হল ভার্চুয়াল থেকে বাস্তবে ।



ভাষার মাসে আমরা ।



জেনে নিলাম একে অন্যকে




















বিষয়শ্রেণী: অন্যান্য
ব্লগটি ১৬৮২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৪/০৬/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast