2015 শুভ নববর্ষের শুভেচ্ছা সবায় কে
সেই হাসি কান্না সারা বেলা,পাওয়া না পাওয়ার খেলা,
বৃদ্ধ বছর উধাও হচ্ছে ,নতুন সালে রং তুলির মেলা।
বদলে যাচ্ছে সবার দিন পঞ্জিকা ,ক্যলেন্ডারের পাতা,
অফিস আদালতে হিসেব শুরু, আয় ব্যয় এর খাতা।
যা তোমার বর্ষভরা পুঁজি ছিলো, হারিয়েছ কিছু ভাই,
দিন বদলে নৌকায় পাল তুলে নাও,খুঁজ আবার তাই।
সুখের মাঝে দূঃখের বসত,নদীস্রোতে মৃত্তিকার কণা,
আঁধার শহরের অলি গলি,সেখানে যেতে সবার মানা।
আগমনী নবীণ আলো হৃদয় মাঝে,অরুণরথচূড়া তোল,
ভুলে যাও মন্দাবাসের গন্ধভরা, সুবাসিত দ্বার খোল।
আকাশ পানে চেয়ে দেখ উড়ছে,সাদা-কালো কত মেঘ,
কুয়াশা কাটিয়ে রবি আলো দিতে কত হচ্ছে দেখ বেগ।
তবু হাল ছাড়েনি রবিবাবু,দিচ্ছে জগৎ রাঙ্গানো আলো,
আজ বেঁচে থাকার দোলনায় দোলে জয়ের নিশান তোল।
হে পরম করুণাময়ী জগত পিতা আকুতি করি তব সারে,
জগৎখানি তোমার দান,কল্যাণ বয়ে আনো,বিশ্ব চরাচরে।
বৃদ্ধ বছর উধাও হচ্ছে ,নতুন সালে রং তুলির মেলা।
বদলে যাচ্ছে সবার দিন পঞ্জিকা ,ক্যলেন্ডারের পাতা,
অফিস আদালতে হিসেব শুরু, আয় ব্যয় এর খাতা।
যা তোমার বর্ষভরা পুঁজি ছিলো, হারিয়েছ কিছু ভাই,
দিন বদলে নৌকায় পাল তুলে নাও,খুঁজ আবার তাই।
সুখের মাঝে দূঃখের বসত,নদীস্রোতে মৃত্তিকার কণা,
আঁধার শহরের অলি গলি,সেখানে যেতে সবার মানা।
আগমনী নবীণ আলো হৃদয় মাঝে,অরুণরথচূড়া তোল,
ভুলে যাও মন্দাবাসের গন্ধভরা, সুবাসিত দ্বার খোল।
আকাশ পানে চেয়ে দেখ উড়ছে,সাদা-কালো কত মেঘ,
কুয়াশা কাটিয়ে রবি আলো দিতে কত হচ্ছে দেখ বেগ।
তবু হাল ছাড়েনি রবিবাবু,দিচ্ছে জগৎ রাঙ্গানো আলো,
আজ বেঁচে থাকার দোলনায় দোলে জয়ের নিশান তোল।
হে পরম করুণাময়ী জগত পিতা আকুতি করি তব সারে,
জগৎখানি তোমার দান,কল্যাণ বয়ে আনো,বিশ্ব চরাচরে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সবুজ আহমেদ কক্স ২৯/০১/২০১৫২০১৫ সালের শুভেচ্ছা,,,,,,,সবাই কে
-
মোঃ আবদুল করিম ১৫/০১/২০১৫অসম্ভব অসম্ভব ভাল লাগলো
-
অনিরুদ্ধ বুলবুল ০৩/০১/২০১৫সুন্দর অলংকরণ হয়েছে।
সুন্দর পোস্ট। কবিকে জানাই নববর্ষের শুভেচ্ছা। -
নাবিক ০২/০১/২০১৫নববর্ষের শুভেচ্ছা শিমুলদা।
-
অ ০২/০১/২০১৫সুন্দর লেখা ।
নববর্ষের শুভেচ্ছা রইল ।