আগমনী দিন
শিমুল শুভ্র
সেই হাসি কান্না সারা বেলা,পাওয়া না পাওয়ার খেলা,
বৃদ্ধ বছর উধাও হচ্ছে ,নতুন সালে রং তুলির মেলা।
বদলে যাচ্ছে সবার দিন পঞ্জিকা ,ক্যলেন্ডারের পাতা,
অফিস আদালতে হিসেব শুরু, আয় ব্যয় এর খাতা।
যা তোমার বর্ষভরা পুঁজি ছিলো, হারিয়েছ কিছু ভাই,
দিন বদলে নৌকায় পাল তুলে নাও,খুঁজ আবার তাই।
সুখের মাঝে দূঃখের বসত,নদীস্রোতে মৃত্তিকার কণা,
আঁধার শহরের অলি গলি,সেখানে যেতে সবার মানা।
আগমনী নবীণ আলো হৃদয় মাঝে,অরুণরথচূড়া তোল,
ভুলে যাও মন্দাবাসের গন্ধভরা, সুবাসিত দ্বার খোল।
আকাশ পানে চেয়ে দেখ উড়ছে,সাদা-কালো কত মেঘ,
কুয়াশা কাটিয়ে রবি আলো দিতে কত হচ্ছে দেখ বেগ।
তবু হাল ছাড়েনি রবিবাবু,দিচ্ছে জগৎ রাঙ্গানো আলো,
আজ বেঁচে থাকার দোলনায় দোলে জয়ের নিশান তোল।
হে পরম করুণাময়ী জগত পিতা আকুতি করি তব সারে,
জগৎখানি তোমার দান,কল্যাণ বয়ে আনো,বিশ্ব চরাচরে।
রচনাকাল
২৭।১২।২০১৪
ইউ এ ই
সেই হাসি কান্না সারা বেলা,পাওয়া না পাওয়ার খেলা,
বৃদ্ধ বছর উধাও হচ্ছে ,নতুন সালে রং তুলির মেলা।
বদলে যাচ্ছে সবার দিন পঞ্জিকা ,ক্যলেন্ডারের পাতা,
অফিস আদালতে হিসেব শুরু, আয় ব্যয় এর খাতা।
যা তোমার বর্ষভরা পুঁজি ছিলো, হারিয়েছ কিছু ভাই,
দিন বদলে নৌকায় পাল তুলে নাও,খুঁজ আবার তাই।
সুখের মাঝে দূঃখের বসত,নদীস্রোতে মৃত্তিকার কণা,
আঁধার শহরের অলি গলি,সেখানে যেতে সবার মানা।
আগমনী নবীণ আলো হৃদয় মাঝে,অরুণরথচূড়া তোল,
ভুলে যাও মন্দাবাসের গন্ধভরা, সুবাসিত দ্বার খোল।
আকাশ পানে চেয়ে দেখ উড়ছে,সাদা-কালো কত মেঘ,
কুয়াশা কাটিয়ে রবি আলো দিতে কত হচ্ছে দেখ বেগ।
তবু হাল ছাড়েনি রবিবাবু,দিচ্ছে জগৎ রাঙ্গানো আলো,
আজ বেঁচে থাকার দোলনায় দোলে জয়ের নিশান তোল।
হে পরম করুণাময়ী জগত পিতা আকুতি করি তব সারে,
জগৎখানি তোমার দান,কল্যাণ বয়ে আনো,বিশ্ব চরাচরে।
রচনাকাল
২৭।১২।২০১৪
ইউ এ ই
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নূরুল ইসলাম সাইফুল ১৯/০১/২০১৫অসাধারণ
-
কৌশিক আজাদ প্রণয় ০১/০১/২০১৫নতুন বছর আমাদের জন্য কল্যান বয়ে আনুক। বরাবরের মতো এটিও অসাধারণ। আপনার প্রতিটি কবিতার অসাধারণ অনুপ্রাস আপনার অন্যতম একটি বিশেষত্ব। সত্যিই অসাধারণ।
-
এমএসবি নাজনীন লাকী ৩১/১২/২০১৪নববর্ষের শুভেচ্ছা!!
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ৩০/১২/২০১৪নতুন বছরের শুভেচ্ছা...................
-
অ ২৯/১২/২০১৪সুন্দর কবিতা ।
নতুন বছর সবার জীবনে নিয়ে আসুক নতুন প্রাণের উচ্ছাস ।