পৌষ এলো রে পৌষ এল
পৌষ এলো রে পৌষ এল
শীতের কাঁথা গায়ে মেলো
রসের হাঁড়ি,পায়েস মিঠাই
বাড়ি বাড়ি ধুম পড়লো।
শিশির জলে পায়ের মলে
খুকু নাচে তালে তালে
শীতের বাঁকল গায়ে দিয়ে
ছুটে চলে দলে দলে।
মিষ্টি ঐ অধর খানি
শীতে ফেটে টানাটানি,
শুকনো নিঃশ্বাস নাসারন্ধ্রে
হিমেল হাওয়ার কানাকানি।
বরফ জলে কুয়াশা তলে
ঊষায় রবির দীপ জ্বলে
প্রভাতের রোদ পোহানী
মধুর সুখে আয়েস তোলে।
পৌষ এলো রে পৌষ এল
কোমল ত্বকে শক খেলো
ছোট দিনের বড় রাতে
শীতকাহনে ঘুম বাড়ালো।
রচনাকাল
২৩।১২।২০১৪
ইউ এ ই ।
শীতের কাঁথা গায়ে মেলো
রসের হাঁড়ি,পায়েস মিঠাই
বাড়ি বাড়ি ধুম পড়লো।
শিশির জলে পায়ের মলে
খুকু নাচে তালে তালে
শীতের বাঁকল গায়ে দিয়ে
ছুটে চলে দলে দলে।
মিষ্টি ঐ অধর খানি
শীতে ফেটে টানাটানি,
শুকনো নিঃশ্বাস নাসারন্ধ্রে
হিমেল হাওয়ার কানাকানি।
বরফ জলে কুয়াশা তলে
ঊষায় রবির দীপ জ্বলে
প্রভাতের রোদ পোহানী
মধুর সুখে আয়েস তোলে।
পৌষ এলো রে পৌষ এল
কোমল ত্বকে শক খেলো
ছোট দিনের বড় রাতে
শীতকাহনে ঘুম বাড়ালো।
রচনাকাল
২৩।১২।২০১৪
ইউ এ ই ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ সোহেল মাহমুদ ২৫/১২/২০১৪
-
সুদীপ বিশ্বাস ২৪/১২/২০১৪আমাদের প্রিয় পৌষ ।
-
সায়েম খান ২৪/১২/২০১৪এসো হে পৌষ
এসো এসো...
পিঠা-পায়েস বানায়ে
খেজুর রস দিয়ে যাও খাওয়ায়ে... -
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ২৪/১২/২০১৪শীতের শুভেচ্ছা রইলাো। কবিতাটি অনেক সুন্দর হয়েছে। ভালো থাকবেন।
-
আবু সাহেদ সরকার ২৪/১২/২০১৪দারুন পৌষের ছড়া। আমিও তালে তালে পড়লাম।
-
আরাফাত রহমান ২৪/১২/২০১৪ভাল লাগল । -ধন্যবাদ
আহ এই শীতেও মজা
মায়ের হাতের ভাপা পিঠে
উ-ফ কি মজা।
সত্যিই ভালো লাগলো কবিতাটি পড়ে...