www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

জীবন অবিনাশী

- শিমুল শুভ্র

কিসের আশা করি আজ কিসের বিরাগ
জন্মেছি ক্ষণিকের তরে এই অনুরাগ।
অনুরাগে মেঘে মাখা আমার যত কবিতা,
চেয়েছি বলতে জীবনের শ্রেষ্ঠ ,সবিতা।

সবিতা,রবিতা যত উচ্ছ্বাসের এই গান
গানের মাঝে রবো,একদা হবো অবসান।
অবসান খুঁজি প্রতিনিয়ত বুঝি এ মাটিতে,
মাটির দেহখানি বড অভিমানী,কাঁদিতে।

কান্নার জল চোখে শুকাই কেবল,আড়ালে,
আড়ালে কাঁদো কেন মন,কেন দূরে দাঁড়ালে?
দাঁড়িয়ে যখন ভাবি একদা পর সবি,গোপনে,
গোপনে যাবো চলে,এই জগত ভুলে,আপনে।

আপনার যত বন্ধু-বান্ধব শত কাঁদবে নীরবে,
নীরব কাঁদবে আসরের কবিতারা,অনাদরে।
অনাদরে এই ঘর,সবায় হবে পর,ভুলে যাবে,
যাবো যদি তবে,মায়া কেন তবে,মমতায় রবে!

রবে শুধু আমার মন্দের খাতা,জীবন পান্ডুলিপি,
পান্ডুলিপির ঘরে বন্দী আমি বিধাতার বিধিলিপি।
বিধাতা করবেন মাফ জীবনের যত পাপ করুণায়
করুণ নয়নে ভাসি,জীবন অবিনাশী,প্রভু দয়াময়।


রচনাকাল
১৮।১২।২০১৪
ইউ এ ই ।

বিঃদ্রঃ  আমার আজকের কবিতাটি আসরের শ্রদ্ধেয় কবি অকাল প্রয়াত দেবাশিস দা কে উৎসর্গ করলাম  ।


নিচে  এই সেই  রাক্ষসী মহিলা যিনি তাঁর স্বামী কে  মাথায় আঘাত করে  মেরে ফেলেছেন ।

বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১১৪৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৮/১২/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • নাবিক ১৯/১২/২০১৪
    ভালোলাগলো শুভ্র ভাইয়া।
  • অনিরুদ্ধ বুলবুল ১৮/১২/২০১৪
    কবিতা পড়তে পড়তেই বুঝতে পেরেছিলাম - এটা সদ্য প্রয়াত কবি দেবাশিষ দা'র স্মৃতি তর্পণ। আবেগাপ্লুত হয়ে খুব দ্রুত লিখতে গিয়ে দু'একটি ছোট-খাটো ত্রুটি রয়ে গেছে। আশা করি পরবর্তী সম্পাদনায় ঠিক হয়ে যাবে।

    আপনার এই মহতী প্রয়াসের জন্য অসংখ্য ধন্যবাদ কবি।
    প্রয়াত কবির বিদেহী আত্মার শান্তি কামনা করি।

    শুভেচ্ছা নিন।
    • শিমুল শুভ্র ১৮/১২/২০১৪
      যে কটি জায়গায় ভুল দেখছেন উল্লেখ করলে ভালো লাগতো , ঠিক করে নিতাম। আপনার মত আমি ও নিজের ভুল নিজে ধরতে পারি না ।
      • অনিরুদ্ধ বুলবুল ১৮/১২/২০১৪
        জ্বী কবি, সতীর্থ বন্ধু বলেই সহযোগীতার হাত :)
        কপি করা যায় না তো তাই খুঁজে খুঁজে বের করে মন্তব্যের পাতায় লেখা একটু কঠিন কাজ। আমার কাছে যেগুলো অসঙ্গত মনে হয়েছে সেগুলোই উল্লেখ করেছি তবে, কোন অবস্থাতেই যেন আপনার ভাব বিঘ্নিত না হয়।
        • তুরাগ কি অর্থে ব্যবহার হয়েছে জানি না। ঢাকায় তুরাগ নামে একটা নদী আছে, অন্য কোন অর্থ আছে কি না জানা নেই। তেমন না হলে 'বিরাগ' হলে কেমন হয়?
        • সবিতা মানে সূর্য, ঈশ্বর, প্রসবকারীণী - যদি এই অর্থে না হয় তবে; সবই তা হবে কি?
        • যতিচিহ্নের পর বরাবরই একটা স্পেস দেয়া বাঞ্চনীয়।
        বানান > ক্ষণিক, অনুরাগের, সবাই, বন্দী ...

        তারপরও কবি যা ভাল বিবেচনা করবেন তা ই করবেন।
        শুভেচ্ছা ও ধন্যবাদ কবি।
        • শিমুল শুভ্র ১৯/১২/২০১৪
          আপনার কথা টি রাখলাম বন্ধুবর ম অনেক ধন্যবাদ ।
 
Quantcast