মনের গৃহে কাব্যের প্রাচীর
- শিমুল শুভ্র
হৃদয়ে যুগান্তরে ,নীল কাগজে কালো কালির আঁচড়ে
শীতেলা নিশির উষ্ণ পরশে আঁচল পেতে দীপশিখা
জ্বেলে স্মৃতির সিক্ত মনিকোঠা থেকে তুলে নিবো মেনু,
একটা কবিতার বাসর সাজাবো বলে শূন্যশয়নে কাব্যে।
দ্বিধা নেই দুর্বল মনে কোণঠাসা বাংলা ভাষার মর্যাদা
রাখি অন্তর জুড়ে,শরীরে মনে,আবেগ অনুভুতিতে সদা
প্রেমের মায়াজালে বেঁধে কাব্যের তোয়ালে জড়িয়ে বুকে।
নির্দয় কাব্য দয়া কর,এসে ভর কর আমার গহীনে এই
আকুতি অজস্র সহস্রবিধ,তোমার প্রাঙ্গণতলে দিবসশর্বরী
আমি ভাসবো নির্বারিত স্রোতে তোমার মহিমার খোঁজে।
মনের গৃহে কাব্যের প্রাচীর দিয়ে দাঁড় করাবো একটা
সাহিত্য কুঠির,মরুবালুরাশির লাগামহীন তাপে জ্বলবেনা
রশ্নী যুবতীর আকাঁবাঁকা গিরিপথ,নৃত্যের ছন্দ নৃত্যালয়।
রচনাকাল
০৮।১২।২০১৪
ইউ এ ই ।
হৃদয়ে যুগান্তরে ,নীল কাগজে কালো কালির আঁচড়ে
শীতেলা নিশির উষ্ণ পরশে আঁচল পেতে দীপশিখা
জ্বেলে স্মৃতির সিক্ত মনিকোঠা থেকে তুলে নিবো মেনু,
একটা কবিতার বাসর সাজাবো বলে শূন্যশয়নে কাব্যে।
দ্বিধা নেই দুর্বল মনে কোণঠাসা বাংলা ভাষার মর্যাদা
রাখি অন্তর জুড়ে,শরীরে মনে,আবেগ অনুভুতিতে সদা
প্রেমের মায়াজালে বেঁধে কাব্যের তোয়ালে জড়িয়ে বুকে।
নির্দয় কাব্য দয়া কর,এসে ভর কর আমার গহীনে এই
আকুতি অজস্র সহস্রবিধ,তোমার প্রাঙ্গণতলে দিবসশর্বরী
আমি ভাসবো নির্বারিত স্রোতে তোমার মহিমার খোঁজে।
মনের গৃহে কাব্যের প্রাচীর দিয়ে দাঁড় করাবো একটা
সাহিত্য কুঠির,মরুবালুরাশির লাগামহীন তাপে জ্বলবেনা
রশ্নী যুবতীর আকাঁবাঁকা গিরিপথ,নৃত্যের ছন্দ নৃত্যালয়।
রচনাকাল
০৮।১২।২০১৪
ইউ এ ই ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আগন্তুক নাগরিক ১৭/১২/২০১৪ভাল লাগল শিমুলের শুভ্রতায় রচিত মনের গৃহে কাব্যের প্রাচীরে নিজেকে ক্ষণিক আবদ্ধ করে |
-
ফাহমিদা ফাম্মী ১৬/১২/২০১৪অসাধারন ...
-
অ ১৫/১২/২০১৪অনেক ভালো লাগল কবিতা ।
-
রক্তিম ১৫/১২/২০১৪আপনার নির্দয় কাব্য সদয় হয়েছে আপনি ও সেটা জানেন । ভালো থাকবেন ।
-
অনিরুদ্ধ বুলবুল ১৫/১২/২০১৪কবিতাটি কি আগেও পড়েছি?
কবি শূন্যশয়নে>শূন্যশয়ানে হয় কি না আবার দেখবেন তো! এছাড়া রশ্মী/আঁকাবাকা শব্দ দু'টিও একটু দেখুন।
আপনার বইয়ের প্রচ্ছদ দেখলাম বেশ সুন্দর হয়েছে। প্রকাশনা বিষয়ে আপনাকে আলাদা মেইল করব, সময় পেলে জবাব দিবেন।
সান্ধ্য শুভেচ্ছা জানবেন।