www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সবাই একদিন বৃদ্ধ হবো

- শিমুল শুভ্র

বৃদ্ধ শ্বেতকেশ পোড়ে,শীতের আদরে,
কে দিবো তাঁরে হায়!! ঢাকবে চাদরে।
তাঁর যে বসন্তযৌবন হয়ে গালো পার
সময়ের ব্যবধানে সকল যেন অসার।

আজি একলা ঘরে, মোম দীপ জ্বালে,
অপূর্ণ স্বপন সব আশা দাউ দাউ পলে।
পূর্ণ আত্মা খুঁজেন সদা প্রিয়তমার মাঝে,
তিনি ও চলে গেলেন কোন এক সাঝে।

হৃদয় ভেঙে ভেঙে খেলে,ছলনার খেলা,
কখন ঘটবে প্রলয়, ভেসে যাবে বেলা।
কখন আসবে ফিরে, যারা গেছে ছেড়ে,
যেখানে স্বপ্ন দেখেছেন,নিলো সব কেড়ে।

বরষার বানে,মাঘের শানে,নিলোনা খবর,
ভেসেছে জল কাঁপছে পল, জীবন্ত কবর।
আজি বৃদ্ধ বৃক্ষের ক্ষণ,যেন হৃদে উঠে ঝড় ,
নিজের হাতে মানুষ,সদ্য গোলাপ সব পর।

মেয়ের নূপুরের রিনিঝিনি,বরের ছিনিমিনি,
খেলেছে খেলা যৌবনবালা বড্ড অভিমানি।
ছেলের সুখ বিলাসী মন,শ্বশুরাল সারাক্ষণ,
আশ্রয়-আলয় ছেড়ে চলে গেছে সেই কখন!

আজ বৃদ্ধার গম্ভীর চিন্তা গাঁথা,মনে শত ব্যাথা,
কখন পুড়াবে তেল,জীবনে খেল,থাকবে তথা।
সবাইএকদিন হবো বৃদ্ধ,জীবনের সাথে যুদ্ধ,
আবেদন করি হুজুগের কবি,জীবনকে কর শুদ্ধ ।

রচনাকাল
১৩।১২।২০১৪
ইউ এ ই ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৬১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৩/১২/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • আবিদ আল আহসান ১৪/১২/২০১৪
    হ্যাঁ সত্যিই
  • অনিরুদ্ধ বুলবুল ১৪/১২/২০১৪
    ঠিকই বলেছেন।
    বানানের ভূত কারো পিছু ছাড়তে চায় না। যিনি ঠিকমত তেল পড়ায় ছাড়াতে পেরেছেন তিনি ভাগ্যবান - তাঁদের সংখ্যা অতি নগণ্য। একটু দেখুনঃ
    গালো>গেলো, সাঝে>সাঁঝে, জীবনে>জীবনের...
    'সবাইএকদিন'-কে আলাদা করে দিন।

    শুভেচ্ছা ও ধন্যবাদ।
  • অনিরুদ্ধ বুলবুল ১৩/১২/২০১৪
    ব্যতিক্রমী ভাব ও ভাবনা!
    বার্ধক্য নিয়ে কবিতাটি খুব সুন্দর হয়েছে। ভাল লেগেছে। কবি, লেখাটা আবার দেখুন; কিছু সংশোধনীর প্রয়োজন আছে (আপনি নিজেই বুঝবেন)।

    ধন্যবাদ ও শুভেচ্ছা।
    • শিমুল শুভ্র ১৪/১২/২০১৪
      প্রিয়কবিবন্ধু আপনার বলার পর আনি আবার দেখলাম ,নিজের ভুল নিজে কি ধরতে পারে বলুন ? তাই আপনার সহোযোগিতা চাচ্ছি , অনেক ধন্যবাদ , ভালো থাকুন।
  • মুহাম্মদ মাসউদ ১৩/১২/২০১৪
    সত্যি আপনার কবিতা খুব সুন্দর।
 
Quantcast