www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আমি কবিতায় দেখি মানুষের ছবি

<3শিমুল শুভ্র

আমি কবিতায় দেখি মানুষের ছবি
আসলে কি মানুষ কবি?
আজব খেলা সোনার আলতা মাখা
প্রভাতের আলোয় রবি।

রবির আলোয় জগত নিপুন সাজে
পথ ঘাট বালি প্রান্তর,
আবেগ মাখা কবির মনের দিগন্তে
প্রেমে ভরা এই অন্তর।

অন্তর কাঁদে কাছের মানুষের টানে
বুঝে নাতো সে এই মন,
ষড় রিপুয় গড়া ভুলে দেয় সাড়া
অনুতাপে জ্বলে দহন।

দহন জ্বালা মনে বিষাদের মালা
অনলে পোড়ানো মরু,
কষ্ট বালি চিকচিক করে রোষানে
গাছ গাছালি তরু।

তরু'র টানে কাব্য লিখি কবিতায়
প্রেম বাঁশরীর টানে,
এই মনে আজ বিশাল জমাট ব্যাথা
ভাসি লজ্জার বানে ।

বানে ভাসা নৌকাখানি ছেঁড়া নোঙ্গরে
উথাল পাথাল ঢেউ,
এই বুকে কষ্ট নামক বিশাল য্ন্ত্রণাটুকু
জানলো না তো কেউ।

কেউ বলেনি আবেগ খেলে দারুণ খেলা
কঠিন সমাজ সংসারে,
সবায় আমায় দারুন ভাবে ভুল বুঝেছে
তবু সোনালী স্বপ্ন অন্তরে।

রচনাকাল
২৫।০৯।২০১৪
ইউ এ ই।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৮৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৪/১১/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • অনিরুদ্ধ বুলবুল ১৫/১১/২০১৪
    সব চলে যাক;
    সবচে' দামী 'সোনালী স্বপ্ন'টুকু অন্তরে বেঁচে থাক।

    কবিতাটি একটু বড় হলেও বর্ণনাশৈলী চিত্তাকর্ষক বিধায় পাঠে তেমন অধৈর্য হতে হয় না। ভাল লাগলো কবি...

    রোষানে ঠিক ধরতে পারলাম না আর ব্যথা বানান নিয়ে আমিও দ্বিধায় থাকি, ব্যথা করে দিন।
    অনন্ত শুভেচ্ছা রইলো।
  • একনিষ্ঠ অনুগত ১৫/১১/২০১৪
    অভিনব শৈলী।। বেশ ভালো লাগলো।।
  • রহিমুল্লাহ শরিফ ১৫/১১/২০১৪
    কবি, যেন কাব্যের প্রতিচ্ছবি ৷
  • স্বপন শর্মা ১৫/১১/২০১৪
    চমৎকার ভাবনার বহিঃপ্রকাশ ,ভালো থাকবেন কবি
 
Quantcast