www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অনাকাঙ্খিত অপ্রাপ্তি

<3শিমুল শুভ্র

ক্লান্ত হয়ে ফিরলেন আলী সাহেব
রাত বারোটার কালে,
সারাদিন দখল গেল
অসীম কাজে মনটা বিগড়ে পলে।

স্ত্রী,পুত্র কন্যা সন্তান অপেক্ষারত
আসবেন কবে বাবা,
খাবার খাবেন সবায়
মিলে মজা করে,কন্যার নাম সাবা।

সাবা রূপবতী সৌখিন বস্ত্র পরিধান
করে যৌবন দেহে,
তাল বেতাল চলন
তার অধিকাংশ সময় কাটে মোহে।

অত কিছু দেখার সময় আলী সাহেব
কোথায় আর পান,
টাকার পিছু ছুটে
চলছেন টাকা যেন তাঁর সবচেয়ে প্রাণ।

সাবা বন্ধুদের পাল্লায় পড়ে ধসে গেছে
নেশায় কাটে সারাক্ষণ,
মায়ের কথা না শুনে
রাত বিরাত শুধু মুঠোফোনে আলাপন ।

সাবা এক নিশি'তে ইয়াবা টেনে মাতাল
শরীর টা খোলামেলা,
মধুকর বুকে ভরা মধু
দেখে ক'জন বন্ধু করলো ধর্ষণ লীলা ।

রক্তের বাঁধ মানছে না বাধা গোপন অঙ্গ
ছেড়া স্রোতে তচনচ,
উত্তাল ঢেউ উঠেছে
রক্তের বানে স্তব্ধ যেন আকাশ বাতাস।

জ্ঞান ফিরে'নি আজ দু'দিন হলো সাবা
আলী সাহেব উন্মাদ,
নিজের পাপের ভার
কন্যা পেলো কষ্টে বিষাদে কাটে রাত।

আলী সাহেব ইয়াবা ব্যবসায়ী সমাজে
ছদ্দবেশী ধনী লোক,
কে জানতো এমন
মুল্য দিতে হবে,কন্যা গেলো পরলোক!!

নেশা এক ক্যান্সার ব্যাধি মেধা বিকাশে
ইয়াবা মরন কামড় ,
সচেতন হও সদা
সবার তরে হে মানব,প্রিয় সকল বন্ধুবর।

রচনাকাল
৩০।০৯।২০১৪
ইউ এ ই
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৫৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৪/১০/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • কল্পনা বিলাসী ১৯/১০/২০২০
    ভালো লাগলো
  • সুচিন্তাপ্রসুত, সুলিখিত......
  • অনেক সুন্দর লিখেছেন । অনেক ভাল লাগলো ।
  • নাবিক ২৪/১০/২০১৪
    ভালো লাগলো
  • ২৪/১০/২০১৪
    পাপের ধন প্রায়শ্চিত্তে যায় ।
  • রিলকে ২৪/১০/২০১৪
    সুন্দর ভাবনা| মাসেজও বটে|
 
Quantcast