www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

পূজায় যাবে আমার অর্ঘ্য সোনা

<3শিমুল শুভ্র

পূজায় যাবে আমার অর্ঘ্য সোনা
তার মনে কত বাহানা,
এদিক ওদিক সেদিক
তাকায় যেন শূন্যাতায় ঠিকানা ।

নতুন লাল জামাটা পড়লো গায়ে
তবু খুশির নেই রেশ,
ক্ষণে ক্ষণে কেঁদে উঠে
মনের দরজায় যেন হাহাকার বেশ।

রুম্পা খুশি মনে হাতে পুতুল দিলো
আদর মমতা দিয়ে,
মায়ের মুখে অবাক
তাকায়, যেন খুব কষ্ট যাচ্ছে ধেয়ে।

লাল জামাটি বদল করে পাঞ্জাবীটা
পড়ালো তার গায়,
মুচকি হাসি হেসে
দিলো নিমিষে পরান যায় জুড়ায়।

এত হাসির ভীড়ে যেন অবুঝ মনে
সে কাউকে চায়,
কোমল মুখে ছবি
দেখে, যেন সে বারতা বলে যায়।

প্রিয়তমা মুঠোফোনে সংযোগ দিল
আমি তারে শুধায়,
অর্ঘ্য বলে ডাক
দিতেই খুশিতে আত্নহারা হয়ে যায়।

অ-আহ বলে কি যেন বলে গেলো
মনে খুশির স্বরে,
আমি স্তব্ধ হয়ে
কেবল শুনি সংযোগ টা কানে ধরে।

রচনাকাল
২।১০।২০১৪
ইউ এ ই।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৬৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৭/১০/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • কবি আমার অনেক সুভেচ্ছা। খুব সুন্দর লেখা হয়েছে,পরে ভাল লাগলো।
  • তপন দাস ২৬/১০/২০১৪
    আমি আপনার কবিতার প্রেমে পড়েছি।
  • চমৎকার লাগলো ।
  • আপনার কবিতা খুবই সুন্দর। পূর্বে পড়েছি। এখনো ভালো লাগে।
    • শিমুল শুভ্র ২৯/১০/২০১৪
      অনেক ভালো লাগলো আপনাকে পেয়ে , কেমন আছেন ? বাংলা কবিতার আসরে আপনাকে পাওয়া যাচ্ছে না কেনো কবিবন্ধু ?
  • পার্থ সাহা ১৭/১০/২০১৪
    purbe poreci fer porlum,vlo lglo
 
Quantcast