দেবী মায়ের প্রতি

ঢাক ঢোল আর শংখ বাজে
আনন্দময়ী আসার উল্লাসে,
অসুর বংশ ধ্বংস করবে
প্রতিমা আড়ালে দেবী হাসে।
আরতি করে মানব জাতি
অন্তর্দৃষ্টির কোমল মনে'তে,
আকাশ বাতাস বইছে সুবাস
দশভুজা মায়ের অষ্টমীতে।
তাথৈ তাথৈ চৌ নাচ নাচে
আজ সৃষ্টি-সুখের মণিপুরে,
ধরাধামে আলোর মিছিল
জগত জননী আর কত দূরে।
ত্রিশুল মারো অসুর বক্ষে
অত্যাচারির শেষ খেয়াতে,
অদ্ভুত আঁধার পৃথিবী আজ
কত দেরি রাত পোয়াতে।
সাঙ্গ করো তাঁর অহং লীলা
বাঁচাও সর্বহারা মানবে'রে,
ঝড়ের দিনে রৌদ্র উঠুক
অসুর নিধনের সরোবরে ।
রচনাকাল
০৩।১০।২০১৪
ইউ এ ই। ----------------- ধর্মীয় কবিতা
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মনিরুজ্জামান শুভ্র ১৬/১০/২০১৪অনেক ভাল হয়েছে বন্ধু ।
-
স্বপন রোজারিও(১) ১৬/১০/২০১৪খুবই সুন্দর হয়েছে।
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ১৬/১০/২০১৪ভালো লাগলো..............