মানুষের মন
শিমুল শুভ্র
অন্তর্যামী জানেন মানুষের মন
আমরা শুধু ভাবি অকারন
চিনতে চাই জীবনে,ক্ষণ
যেন মিছে ব্যাকরণ
সময়ের সমীকরণ
প্রেম আবরন
শুধু শ্রবণ
অনুরন।
যেমনি মনে প্রেম ফুল ফোটে
প্রভাতের রবি আলো উঠে
অচেনাকে চিনে মন তটে
চেনো কি মনের ঘাটে
জীবনের প্রেক্ষাপটে
কি আছে ললাটে
ভাবো পলটে
মংহাটে।
মানুষের মন বড় পিচ্ছিল ক্ষণ
রূপ বদলায় যেন সারাক্ষণ
ছুঁতে চাই হাসে অনুক্ষণ
ঐ আকাশ ভরা শ্রাবণ
হাসি,কান্না আবরন
ভাবনার প্রকরণ
কভু প্রহসন
জীবন।
রচনাকাল
০৪।১০।২০১৪
ইউ এ ই।
অন্তর্যামী জানেন মানুষের মন
আমরা শুধু ভাবি অকারন
চিনতে চাই জীবনে,ক্ষণ
যেন মিছে ব্যাকরণ
সময়ের সমীকরণ
প্রেম আবরন
শুধু শ্রবণ
অনুরন।
যেমনি মনে প্রেম ফুল ফোটে
প্রভাতের রবি আলো উঠে
অচেনাকে চিনে মন তটে
চেনো কি মনের ঘাটে
জীবনের প্রেক্ষাপটে
কি আছে ললাটে
ভাবো পলটে
মংহাটে।
মানুষের মন বড় পিচ্ছিল ক্ষণ
রূপ বদলায় যেন সারাক্ষণ
ছুঁতে চাই হাসে অনুক্ষণ
ঐ আকাশ ভরা শ্রাবণ
হাসি,কান্না আবরন
ভাবনার প্রকরণ
কভু প্রহসন
জীবন।
রচনাকাল
০৪।১০।২০১৪
ইউ এ ই।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মনিরুজ্জামান শুভ্র ১৫/১০/২০১৪অনেক ভাল লাগলো কবি । চমৎকার লিখেছেন ।
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ১৫/১০/২০১৪ভাষা পাচ্ছি না কি বলবো। চমৎকার ছন্দমিলন...............
-
কৌশিক আজাদ প্রণয় ১৫/১০/২০১৪অসাধারণ ছন্দ বিন্যাস। মেধার অনন্য স্ফুরণ। অভিনন্দন কবি।