কবিতার সম্বর্ধনা
- শিমুল শুভ্র
সম্বর্ধনা দিতে হয় তোমরা কবিতা কে দাও আমাকে নয়
কেননা কবিতা জীবনের আলাপচারিতা,সাহিত্যের শাখা,আর
সেই শাখায় আমি মৌমাছি হয়ে খুঁজি শব্দরস,কাব্যের তস,
মুহূর্তেই এক ফোঁটা কাব্যতত্ত্ব নিয়ে লিখব কবিতা কথা ।
আজ আমি কবিতার সুরের লহরী,ছন্দের চন্দন,মিল বন্ধন
গন্ধ ভূষণ,শব্দের আবডালে সাজিয়ে উপমাসূত্রে বুনেছি বসন,
প্রদীপ্ত বাসনা,নূতন মহিমায় সাহিত্যের প্রতিমা কবিতার গায়ে,
এক ঝিলিক ঝলকে,দেহ-মানবের মনে একটু সঞ্চারিত করতে।
প্রাচীন প্রেমের কাব্য কথা,চিরস্মৃতিময়ী ধ্রুবতারকার ইতি কথা
বিরহবিধুর প্রাণের উপকথা,প্রাণের প্রীতি,প্রেমের স্মৃতির তত্ত্ব সত্তা
কবিতায় কথা কয়, মনের মাধুরী মিশিয়ে যুগে যুগে অনিবার,আর
আমি সেই কবিতায় পাল তুলে চলি প্রত্যহ নবীন শব্দের সাগরে।
রচনাকাল
০৪।১০।২০১৪
ইউ এ ই ।
সম্বর্ধনা দিতে হয় তোমরা কবিতা কে দাও আমাকে নয়
কেননা কবিতা জীবনের আলাপচারিতা,সাহিত্যের শাখা,আর
সেই শাখায় আমি মৌমাছি হয়ে খুঁজি শব্দরস,কাব্যের তস,
মুহূর্তেই এক ফোঁটা কাব্যতত্ত্ব নিয়ে লিখব কবিতা কথা ।
আজ আমি কবিতার সুরের লহরী,ছন্দের চন্দন,মিল বন্ধন
গন্ধ ভূষণ,শব্দের আবডালে সাজিয়ে উপমাসূত্রে বুনেছি বসন,
প্রদীপ্ত বাসনা,নূতন মহিমায় সাহিত্যের প্রতিমা কবিতার গায়ে,
এক ঝিলিক ঝলকে,দেহ-মানবের মনে একটু সঞ্চারিত করতে।
প্রাচীন প্রেমের কাব্য কথা,চিরস্মৃতিময়ী ধ্রুবতারকার ইতি কথা
বিরহবিধুর প্রাণের উপকথা,প্রাণের প্রীতি,প্রেমের স্মৃতির তত্ত্ব সত্তা
কবিতায় কথা কয়, মনের মাধুরী মিশিয়ে যুগে যুগে অনিবার,আর
আমি সেই কবিতায় পাল তুলে চলি প্রত্যহ নবীন শব্দের সাগরে।
রচনাকাল
০৪।১০।২০১৪
ইউ এ ই ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অনিরুদ্ধ বুলবুল ২৯/১০/২০১৪
-
আসাদুজ্জামান নূর ২৪/১০/২০১৪কবিতাটা পড়ে ভালোই লাগছে
-
অনিরুদ্ধ বুলবুল ২০/১০/২০১৪"নবীন শব্দ সাগর" রচনায় আপনার এ প্রয়াশ অব্যাহত থাকুক।
আমার ভাষা দীনতার জন্য ক্ষমা চাইছি - এখানে 'কাব্যের তস' আর 'যুগে যুগে অনিবার' আমাকে ধাঁধায় ফেলেছে! দয়া করে বুঝিয়ে দিলে ভাল হয়। -
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ১৫/১০/২০১৪কবিতা জীবনের আলাপচারিতা। অসম্ভব ভালো লেগেছে।
-
মোহাম্মদ তারেক ১৪/১০/২০১৪সংবর্ধনা কবিতাকে, কবিকে নয়, এটা কবির অভিপ্রায় নাকি অভিমান বুঝা গেলনা। কবি আর কবিতাতো অবিচ্ছেদ্য।।।।
-
মনিরুজ্জামান শুভ্র ১৪/১০/২০১৪ভাল লাগলো ।
-
অসমাপ্ত ১৪/১০/২০১৪এত্ত সুন্দর কেন?
-
কৌশিক আজাদ প্রণয় ১৪/১০/২০১৪সৃষ্টি নান্দনিক তবে স্তুতিটা স্রস্টারই প্রাপ্য কবি। কবিতাটা অসাধারণ লাগলো আমার কাছে। কবিত্বের অনন্য বোধ তুলে ধরেছেন। কিভাবে জন্ম নেয় কবিতা, কিভাবে শব্দ, ছন্দ, তানে কবিতা হয়ে ওঠে সজীব, অতুলনীয়, কি কি বিষয় কবিতার ভাববস্তু হয়ে করা নাড়ে পাঠকের ভাবনার প্রকোষ্ঠে।
সত্যি বলতে কি, লেখাটা আমার কাছে খুব কঠিন লেগেছে। সচরাচর আমি প্রতিটি লেখা বেশ মনোযোগ সহকারে পড়ি ও উপলব্ধি করতে চেষ্টা করি যা আমার মন্তব্যগুলো পড়লেই বুঝতে পারবেন। দূর্ভাগ্য, আমার শব্দভান্ডারের সীমাবদ্ধতার কারণে ঠিক উপলব্ধি করতে পারছি না।
যা হোক, ক্রমে ক্রমে হয় তো আরো শিখবো, তখন নিশ্চয়ই বুঝবো।
ধন্যবাদ।