অনির্বাণ প্রেম
শিমুল শুভ্র
আসিতেছে শীত গাহিবো গীত
খড়ের স্তুপে তোমারি আঁচল পাতিয়া,
মশালের আলোয় দেখিবো তোমায়
ঠকঠকে কাঁপুনি অধর ধরিয়া।
ধরিবো হাতখানি রূপে রুক্মিণী
এলোমেলো খোলা চুলে শুঁকিবো ঘ্রাণ,
হালকা বসনে কোমল শরীরের গড়নে
আমি খুঁজিয়া লইবো মন-প্রাণ।
প্রাণে অরুণ জাগে প্রেম পরাগে
শীতের কুয়াশায় ভেজা-ভেজা বসনে,
আমি চুষিবো জল,সোনার পায়ে মল
মনে ফোটাইব ফুল বক্ষ আসনে।
আসন পাতিবো তোমারি কোলে
মুখখানি ঢাকিবো তোমারি নাভি দ্বারে,
খুঁজিয়া লইবো কাঁটা গোলাপের সুবাস
দারুণ শীতেলা রাতে অভিসারে।
অভিসারে ঢেউ জানিবে না কেউ,
লক্ষ ঝিঝি পোকা উড়িয়া দিবে পাহারা,
হাসি উচ্ছ্বাসে কাটাইয়া দিব কুসুমকলি
রঙ্গে বিভল সঙ্গ সঙ্গিন সাহারা।
সাহারা দিবে তোমারি অম্বরখানি
হাসিয়া হাসিয়া লাল ঠোঁটের গাঢ় বাহারে,
শীতেলা অনলে দগ্ধ করিবো প্রেমানলে
আমারি বুকে গদগদ প্রেম তাহারে।
রচনাকাল
০৬।০৮।২০১৪
ইউ এ ই।
আসিতেছে শীত গাহিবো গীত
খড়ের স্তুপে তোমারি আঁচল পাতিয়া,
মশালের আলোয় দেখিবো তোমায়
ঠকঠকে কাঁপুনি অধর ধরিয়া।
ধরিবো হাতখানি রূপে রুক্মিণী
এলোমেলো খোলা চুলে শুঁকিবো ঘ্রাণ,
হালকা বসনে কোমল শরীরের গড়নে
আমি খুঁজিয়া লইবো মন-প্রাণ।
প্রাণে অরুণ জাগে প্রেম পরাগে
শীতের কুয়াশায় ভেজা-ভেজা বসনে,
আমি চুষিবো জল,সোনার পায়ে মল
মনে ফোটাইব ফুল বক্ষ আসনে।
আসন পাতিবো তোমারি কোলে
মুখখানি ঢাকিবো তোমারি নাভি দ্বারে,
খুঁজিয়া লইবো কাঁটা গোলাপের সুবাস
দারুণ শীতেলা রাতে অভিসারে।
অভিসারে ঢেউ জানিবে না কেউ,
লক্ষ ঝিঝি পোকা উড়িয়া দিবে পাহারা,
হাসি উচ্ছ্বাসে কাটাইয়া দিব কুসুমকলি
রঙ্গে বিভল সঙ্গ সঙ্গিন সাহারা।
সাহারা দিবে তোমারি অম্বরখানি
হাসিয়া হাসিয়া লাল ঠোঁটের গাঢ় বাহারে,
শীতেলা অনলে দগ্ধ করিবো প্রেমানলে
আমারি বুকে গদগদ প্রেম তাহারে।
রচনাকাল
০৬।০৮।২০১৪
ইউ এ ই।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোহাম্মদ তারেক ১৩/১০/২০১৪মুগ্ধতা মাখা লেখা....ভাল লাগল। খড়ের স্তুপ আর মশাল, অতএব সাবধান কবি...অনর্থ ঘটতে পারে...
-
অনিরুদ্ধ বুলবুল ১৩/১০/২০১৪রোমান্টিক, ভারি রোমান্টিক কবিতা।
কিছু বানানের বিষয়ে আমি দ্বিধান্বিত, আবার একুট দেখে নিন।
শুভ কামনা রইল। -
রাসেল মিয়া ১৩/১০/২০১৪কবি ভাই খুব সুন্দর
-
পার্থ সাহা ১৩/১০/২০১৪valo,likte thakun