www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

চন্দনা

- শিমুল শুভ্র

থাকনা না বসে রবির আলোয়
লাগছে সে তো মন্দ না,
সাত সকালে গোলাপ
খোঁপায়, সেই হেঁয়ালী চন্দনা।

বুকের দোপাট্টা টা পড়ে আছে
মনে স্বপ্নরুদ্ধ চেতনা,
চাচ্ছে কেবল আসতে
ফিরে,মনের লুকানো যত যন্ত্রণা।

এই তো সেদিন রাতভর লুটে নিল
ধর্ষণ করলো সম্ভ্রম,
সাগর জলে বুক
ভাসাচ্ছে,চন্দনা ভাঙ্গা মনে অভ্রম।

স্বপ্ন সিঁড়ি আজ জীবনে গুড়ে বালি
সর্বহারা সেই চন্দনা,
ভুলতে চায় অতীত
সময়,বাঁধবে জীবন বাঁধের বন্ধনা।

সমাজ সংসারের বিচার বিভেদ
নিন্দুকের নীল নিন্দা
কথার কাঁটায় রক্ত
ঝরায়, তবু মনোবল রাখে জিন্দা।

সময় চলছে তার আপন গতিতে
চন্দনার উপন্যাসের পাতা,
সাজিয়ে লিখেছে জীবনচিত্র
অন্যায় অবিচার,জীবনবোধের কথা।

নজরে পড়লো আইনের টনক নড়লো
খুঁজে নিল সেই ধর্ষক দল,
সাজা দিলো চেতনা এনে
চন্দনার সঞ্চিত গৈরিক ভাব অবিরল।

ভেঙ্গে পড়োনা সকল ও হে চন্দনারা
জুঁই ফুল আর বেলী,
আত্ন্যহত্যায় নয় সুরাহা
প্রতিবাদ কর সাজাও জীবনের রং তুলি।


রচনাকাল
০৮।০১০।২০১৪
ইউ এ ই ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭১৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১০/১০/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • মোহাম্মদ তারেক ১০/১০/২০১৪
    নতুন ধাঁচের কবিতা/ছড়া পড়লাম। প্রতি পঙ্কতির তৃতীয় লাইনে অসহায়ত্ব অপূর্ণতা লক্ষনীয়। সর্বোপরি ভাবনাটা অসাধারণ।। ভাল থাকবেন কবি।
  • Jibon FS ১০/১০/২০১৪
    valo laglo. Aro valo lekhar chesta korben.
    • শিমুল শুভ্র ১২/১০/২০১৪
      নতুন লেখার চেষ্টা করছি তো কবিবন্ধু - আস্তে আস্তে হবে আশা করছি ।অনেক ভালোবাসা রইলো , ভালো থাকুন ।
  • অনেক ভাল লাগলো কবি ।
  • পার্থ সাহা ১০/১০/২০১৪
    khub chondomoy .
  • শিমুদা ১০/১০/২০১৪
    চন্দনা নামে কবিতায় চন্দনাদের দারুন অভয় দান এবং প্রতিবাদের আহ্বান খুব ভাল লাগল দাদা
  • আফরান মোল্লা ১০/১০/২০১৪
    অসাধারণ॥
  • গভীর ভালোবাসা আপনার সুন্দর কবিতার জন্য। আর চন্দনারা ভয় নেই..............
 
Quantcast