www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তুমি হবে গো

- <3শিমুল শুভ্র
তুমি হবে গো - ওগো ললনা,আমার সোহাগিনী,
ভালোবাসায় ভরিয়ে দিবো সদা মনের সঞ্চারিনী।
আকাশের চাঁদ দিবো,
জোছনার আলো নিবো
যে আলোয় রূপের ছটা ছড়াবে ওগো প্রেয়সিনী,
তুমি হবে গো-ওগো প্রিয়াতা,আমার মনের ঘরনী।

আমায় দেখ গো-হাতে হাত রাখো,ঐ চোখ হরিণী,
মনের মাঝে বাঁশরী বেজেছে উজান নদী'র তরনী।
মনের মিলন মোহনায়,
ভাসি প্রেম যমুনায়,
ভালোবাসার স্রোতে আঁকড়ে রাখবো ওগো তরুনী,
তুমি রবে গো-ওগো শ্রেয়সী আমার ঘরের সুবাসিনী।

তুমি হবে গো- আমার ভোরের কবিতা, কাব্যরজনী,
উপমায় সাজাবো সুখের সংসার মোদের তরীখানি ।
নাবিক হবো আমি,
নৌকা সাজাবে তুমি,
যেই নৌকায় ভাসবো দু'জন সংসারে,আমার সঙ্গিনী,
তুমি সাজবে গো-বধু সাজে মেহেদী হাতে চির অবনী।

আমি জানি গো-বিনাসুতী মালা গেঁথেছ,ফুলে সারনী,
লাজুক মনে গভীর প্রেমের ছন্দ এঁকেছ,আমার বরণী।
গলায় পড়িয়ে মালা,
আমার এই মধুমালা,
আকাশসম ভালোবাসায় দিয়ে ভরাবো ওগো সজনী,
তুমি রবে গো-সারা জীবন এমনি করে প্রাণের অরুনী।

রচনাকাল
০৯।১০।২০১৪
ইউ এ ই।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮০৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৯/১০/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • বিজয় রায় ২৭/১০/২০১৪
    বাহ্ খুবি সুন্দর ।।
  • ভালো লাগলো। বস আপনি কি আমাকে চিনতে পেরেছেন?
    • শিমুল শুভ্র ১০/১০/২০১৪
      না আপনাকে চিনতে পারিনি ,
      অনেক ভালোবাসা রইলো । ভালো থাকুন ।
      • আমি "শিমুল শুভ্র আপনি কোথায়" লেখার লেখক. চিনতে পেরেছেন?
        • শিমুল শুভ্র ১০/১০/২০১৪
          হ্যাঁ হ্যাঁ এবার চিনতে পেরেছি , বাংলা কবিতার আসরে আসছ না কেনো ?
          • বস আপনি তো দেখছেন আপনি যখন একদিন ছিলেন না তখন আমি কয়েকবার আপনাকে স্বরন করছি, এডমিন কে নক করছি, বাট এগুলো নিয়ে এডমিন আমাকে ওয়ার্নিং দিয়েছে, তার সাথে আমার ভালো লাগে নি। কজ আমি বাধা ধরা নিয়ম পছন্দ করি না। তাই এক দিনেই আমার সব কবিতা এবং লেখা ডিলেট করে চলে এসেছি।
            • শিমুল শুভ্র ১২/১০/২০১৪
              ও তাই - আমি খুবই দুঃখিত কবিবন্ধু আমার জন্য তোমাকে কথা শুনতে হলো । অনেক ভালোবাসা রইলো , ভালো থেকো । তবে কবিতা ডিলাইট করে আশা টা ঠিক হয় নি । এডমিন তোমাকে বোঝাতে চাচ্ছে তাকে ও সেই ভাবে বোঝাতে পারতে , তা হলে ল্যাটা চুকে যেতো । তাই আমি বলবো আবার ফিরে আসো বাংলা কবিতার আসরে । ধন্যবাদ ।
              • আপনি বলেছেন অবশ্যই আসবো. আপনাকে অনেক ভালোবাসা। আবেগটা একটু বেশি কাজ করে তাে............
  • অনিরুদ্ধ বুলবুল ১০/১০/২০১৪
    তারুণ্যের আবেগ ঢালা তরল প্রেমের কবিতা।
    আবেগে কল্পনায় লেখায় কোন খাদ নেই যেন আবেগেরই শাশ্বত দাবী। বেশ ভাল লাগল।

    প্রেমিককে অভিনন্দন।
  • অনেক দিন পর তারুণ্যে দেখ্লাম আপনার কবিতা । অনেক ভাল লাগলো ।
 
Quantcast