চন্দ্রাবতী
শিমুল শুভ্র
মানব ছবির চন্দ্রাবতী,সিঁদুর পড়লো ললাটে,
রূপ দেখে তার,সাঁঝে বেলা,সূর্যি মামা
ফোকলা হাসে,দাঁতের আলটে ।।
রঙের খেলা প্রাণের মেলা আঁকি হাসির ঝলকে
চাঁদ হিংসায় মরে আড়াল থেকে,বোবার স্বরে,
কেঁদে ভাসায় জলধারা চোখের আলোতে ।
মায়ারথে তার ভীষন মায়া,আঁখির বারেন্দায়,
নির্মল ভ্রমর পলক কাটে ইশারায়,চুপিচুপি
পরশ তরঙ্গে ভেসে যেতে মোহনায় ।
লাবণ্য তার কোমল ঠোঁটে,অহরহ পিপাসু জল,
চুষে বাড়ায়,তীব্র তপ্ত দীপ্ত হাসি গহন নেশায়,
অর্ধনিশীথে নিভৃতে সুখের দীপ জ্বালি চিত্ত পলপল।
রচনাকাল
১৯।০৩।২০১৪
ইউ এ ই।
মানব ছবির চন্দ্রাবতী,সিঁদুর পড়লো ললাটে,
রূপ দেখে তার,সাঁঝে বেলা,সূর্যি মামা
ফোকলা হাসে,দাঁতের আলটে ।।
রঙের খেলা প্রাণের মেলা আঁকি হাসির ঝলকে
চাঁদ হিংসায় মরে আড়াল থেকে,বোবার স্বরে,
কেঁদে ভাসায় জলধারা চোখের আলোতে ।
মায়ারথে তার ভীষন মায়া,আঁখির বারেন্দায়,
নির্মল ভ্রমর পলক কাটে ইশারায়,চুপিচুপি
পরশ তরঙ্গে ভেসে যেতে মোহনায় ।
লাবণ্য তার কোমল ঠোঁটে,অহরহ পিপাসু জল,
চুষে বাড়ায়,তীব্র তপ্ত দীপ্ত হাসি গহন নেশায়,
অর্ধনিশীথে নিভৃতে সুখের দীপ জ্বালি চিত্ত পলপল।
রচনাকাল
১৯।০৩।২০১৪
ইউ এ ই।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ovitech67@ gmail.com ০৬/১০/২০১৪
-
স্বপন শর্মা ২৯/০৯/২০১৪বাহ ..চমৎকার আপনার চন্দ্রাবর্তী
-
আর. কে. (র্নিবাক আমি) ২৬/০৯/২০১৪চন্দ্রাবতী দেখছি আমার স্বপ্নে চলে এসেছে ।।
দাদা, কি লিখলেন !!
চন্দ্রবতীর অবয়ব ।।
শুভ রাত্রী ।। -
নূরুল ইসলাম সাইফুল ২৩/০৯/২০১৪ভালো লাগলো।
-
মনিরুজ্জামান শুভ্র ২১/০৯/২০১৪অনেক ভাল লাগলো।
ভীষন > ভীষণ -
নূরুজ্জামান নাঈম ১৮/০৯/২০১৪চন্দ্রাবতীর বেশ রূপটি বর্ণনা করেছেন।
-
অ ১৮/০৯/২০১৪বাব্বাহ । অনেক দূর্বোধ্য মনে হল ।
-
কৌশিক আজাদ প্রণয় ১৮/০৯/২০১৪নারী রূপমহিমার অনন্য বর্ণনা। প্রাকৃতিক উপমার প্রয়োগগুলোও যথাযথ। অভিনন্দন কবি এমন চমৎকার কবিতার জন্য
বাংলা ভাষা দিবেন নাকি পাল্টে ?
নির্মল ভ্রমর' ! চুষে বাড়ায়, এসব কি ?
চিত্ত পলপল -কেউ শুনেছে নাকি ?