প্রেমলীলা কাহিনী
শিমুল শুভ্র
তৃপ্তিহীন তৃষা কাব্য রসে থাকে নবমালতী নিরন্তর,
দীপ্তিভরা নয়নের স্বচ্ছহাসি পূর্ণিমামালিকা প্রিয়ন্তর।
সাহিত্যের ব্যঞ্জনে রচনা করি প্রেমলীলা, কাহিনী
কাঁকন বাজে,নূপুর বাজে,মনের মাঝে প্রিয়া মোহিনী।
তৃষিত বুলি তোমার অধরের, বিবশ শীতলছায়া নদী
শুনে মুগ্ধ,সুখ উতপ্ত,নবীনফুলমঞ্জরী সুবাস নিরবধি।
শিশির-ঝরা কুন্দম ফুলের দুঃখ নিশা প্রভাতের লয়,
পলকে তোমায় না দেখলে, আঁখি তেমনি মনে হয়।
হৃদয় মাঝে কাঁপন ধরে,ক্ষণে তুমি ছাড়া মূর্ছায় অসাড়,
রত্নদীপ জ্বালি তোমার অপেক্ষায়,নিরিবিলি প্রেমসাড় ।
রচনাকাল
২২।০৩।২০১৪
ইউ এ ই ।
তৃপ্তিহীন তৃষা কাব্য রসে থাকে নবমালতী নিরন্তর,
দীপ্তিভরা নয়নের স্বচ্ছহাসি পূর্ণিমামালিকা প্রিয়ন্তর।
সাহিত্যের ব্যঞ্জনে রচনা করি প্রেমলীলা, কাহিনী
কাঁকন বাজে,নূপুর বাজে,মনের মাঝে প্রিয়া মোহিনী।
তৃষিত বুলি তোমার অধরের, বিবশ শীতলছায়া নদী
শুনে মুগ্ধ,সুখ উতপ্ত,নবীনফুলমঞ্জরী সুবাস নিরবধি।
শিশির-ঝরা কুন্দম ফুলের দুঃখ নিশা প্রভাতের লয়,
পলকে তোমায় না দেখলে, আঁখি তেমনি মনে হয়।
হৃদয় মাঝে কাঁপন ধরে,ক্ষণে তুমি ছাড়া মূর্ছায় অসাড়,
রত্নদীপ জ্বালি তোমার অপেক্ষায়,নিরিবিলি প্রেমসাড় ।
রচনাকাল
২২।০৩।২০১৪
ইউ এ ই ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মনিরুজ্জামান শুভ্র ১০/০৯/২০১৪অনেক ভাল হয়েছে কবি ।
-
একনিষ্ঠ অনুগত ১০/০৯/২০১৪তোমার জন্যই তো সব ছলা কলা...
গভীর রাতের শেষ প্রহরে গোপনীয় প্রেমলীলা...
দারুণ লিখেছেন কবি শিমুল ভাই। -
পিয়ালী দত্ত ০৯/০৯/২০১৪ভাল লাগা রইল কবি
-
মাসুম মুনাওয়ার ০৯/০৯/২০১৪ভাল লাগলো
-
নূরুল ইসলাম সাইফুল ০৯/০৯/২০১৪বেশ ভালো লাগলো।
-
কৌশিক আজাদ প্রণয় ০৯/০৯/২০১৪রত্নদীপ জ্বালি তোমার কবিতার অপেক্ষায়...
-
মঞ্জুর হোসেন মৃদুল ০৯/০৯/২০১৪দুর্দান্ত ভাবনায় চমৎকার একটি লেখনী। ভাল লাগল।
-
সুব্রত সামন্ত (বুবাই) ০৯/০৯/২০১৪অপেক্ষার ক্থা শুনলাম।