দৃষ্টিহীন মনের নিষ্ঠুর সান্ত্বনা
শিমুল শুভ্র
আকাশের ময়দানে ঘন কালো আবরণ
এই বুঝি টিপ টিপ ঝরবে অঝোরে !!
অসময়ে এমন অস্থির অত্যাচার জনারন্যে,
খড়ের ঘর গুলি এখন ও চাউনি হয়নি,
দিন দুঃখী শ্রমিকদের মাথা ঠেকার ঠাঁই
কচি কচি থোপা থোপা মেঘের কণা,
মেঘের মাথায় টুপি দিয়ে উড়ে বেড়াচ্ছে
আকাশের যত নীল রং তা সব মুছে দিয়ে
কালোর কালিতে একাকার আসমান ।
উন্মাদ দুর্বল পৃথিবী আমার মতন,
অসময়ে চলে গেলো সে বুকের ময়দান থেকে
আজ আঁখিপাতে বইছে সেই তুখোড় ঝড় !!
ধমনীর জ্বলন্ত প্রলাপে অবরুদ্ধ সহিষ্ণু হৃদয়
থোকা থোকা মেঘের কণার মত ক্লান্তিহারা
প্রেমিকের বিভীষিকাময় অরণ্য ক্রন্দন ,
প্রীতির ফাঁদে ফেলে স্বপ্নারণ্যে মূর্ত শিহরণ তুলে
ভয়ার্ত শোণিত-চক্ষে আমায় কালোছায়ায়
ডুবিয়ে দিয়ে গেলে,দৃষ্টিহীন মনের নিষ্ঠুর সান্ত্বনায় ।
রচনাকাল
২৩।০৩।২০১৪
ইউ এ ই ।
আকাশের ময়দানে ঘন কালো আবরণ
এই বুঝি টিপ টিপ ঝরবে অঝোরে !!
অসময়ে এমন অস্থির অত্যাচার জনারন্যে,
খড়ের ঘর গুলি এখন ও চাউনি হয়নি,
দিন দুঃখী শ্রমিকদের মাথা ঠেকার ঠাঁই
কচি কচি থোপা থোপা মেঘের কণা,
মেঘের মাথায় টুপি দিয়ে উড়ে বেড়াচ্ছে
আকাশের যত নীল রং তা সব মুছে দিয়ে
কালোর কালিতে একাকার আসমান ।
উন্মাদ দুর্বল পৃথিবী আমার মতন,
অসময়ে চলে গেলো সে বুকের ময়দান থেকে
আজ আঁখিপাতে বইছে সেই তুখোড় ঝড় !!
ধমনীর জ্বলন্ত প্রলাপে অবরুদ্ধ সহিষ্ণু হৃদয়
থোকা থোকা মেঘের কণার মত ক্লান্তিহারা
প্রেমিকের বিভীষিকাময় অরণ্য ক্রন্দন ,
প্রীতির ফাঁদে ফেলে স্বপ্নারণ্যে মূর্ত শিহরণ তুলে
ভয়ার্ত শোণিত-চক্ষে আমায় কালোছায়ায়
ডুবিয়ে দিয়ে গেলে,দৃষ্টিহীন মনের নিষ্ঠুর সান্ত্বনায় ।
রচনাকাল
২৩।০৩।২০১৪
ইউ এ ই ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কৌশিক আজাদ প্রণয় ০৮/০৯/২০১৪কবিতাটা বেশ কঠিন লেগেছে শেষ দিকে । তবে প্রতিটি শব্দের প্রয়োগ যথার্থ বলে মনে হয়েছে। আর কোনো এক অপ্রাপ্তি আর বৈষম্যতার বিরুদ্ধে ছন্দময় প্রতিবাদ বলে মনে হয়েছে । এগিয়ে যান কবি
-
মনিরুজ্জামান শুভ্র ০৮/০৯/২০১৪অনেক অনেক ভাল লাগলো।
-
একনিষ্ঠ অনুগত ০৭/০৯/২০১৪অনেক ভালো লাগলো।