কি রূপ তোমার
শিমুল শুভ্র
তোমার রূপের প্রদীপে,প্রভাতের চাঁদ অস্তসিন্ধুতীরে অপেক্ষায় এখনো,
কেবল তোমার নিরুত্তর ছবি এক নজর সম্মুখে আসবে বলে,
সেই কখন প্রভাত রবি আলো দিয়ে আলোকিত করেছে জগত্ টাকে,
অনুভবে আসেনি তার সেই দিকে,কি রূপ তোমার !!
দোপাট্টা টা একটু সরিয়ে রাখো তোমার বদন থেকে আলোকচুম্বন এঁকে
সর্বসুখে কুটুম্বিতাডোরে আলতো পরশ মেখে ছুঁয়ে দিবে ।
তোমার নিটোল বুকে ঘন নিশ্বাস,মধুকর মউচাকের উচু পাহাড়
ললাটের এক খানা লাল টিপের মত রূপে গদগদ ।
এক ফোঁটা অধর লালা চুষে নিবে,চিবিয়ে অধরে,অধরে,
ঢেউ খেলে যাবে প্রেম স্রোত তরঙ্গে উচ্ছ্বাসে,
নাভীতে স্বর্গপুরের রাস্তা,মনের রথযাত্রা আগমনের মহাধুম,
পায়ে মলের ঝুমুর ঝুমুর গর্জনে কম্পিত উদাসী মন,
বিদ্যুতের জ্যোতি তোমার পায়ের গোড়ালিতে ,
একটু সামনে আসো প্রত্যক্ষ প্রমাণ মিলুক তোমার গোপন রূপ কাননে ।
রচনাকাল
৩০।০৩।২০১৪
ইউ এ ই ।
তোমার রূপের প্রদীপে,প্রভাতের চাঁদ অস্তসিন্ধুতীরে অপেক্ষায় এখনো,
কেবল তোমার নিরুত্তর ছবি এক নজর সম্মুখে আসবে বলে,
সেই কখন প্রভাত রবি আলো দিয়ে আলোকিত করেছে জগত্ টাকে,
অনুভবে আসেনি তার সেই দিকে,কি রূপ তোমার !!
দোপাট্টা টা একটু সরিয়ে রাখো তোমার বদন থেকে আলোকচুম্বন এঁকে
সর্বসুখে কুটুম্বিতাডোরে আলতো পরশ মেখে ছুঁয়ে দিবে ।
তোমার নিটোল বুকে ঘন নিশ্বাস,মধুকর মউচাকের উচু পাহাড়
ললাটের এক খানা লাল টিপের মত রূপে গদগদ ।
এক ফোঁটা অধর লালা চুষে নিবে,চিবিয়ে অধরে,অধরে,
ঢেউ খেলে যাবে প্রেম স্রোত তরঙ্গে উচ্ছ্বাসে,
নাভীতে স্বর্গপুরের রাস্তা,মনের রথযাত্রা আগমনের মহাধুম,
পায়ে মলের ঝুমুর ঝুমুর গর্জনে কম্পিত উদাসী মন,
বিদ্যুতের জ্যোতি তোমার পায়ের গোড়ালিতে ,
একটু সামনে আসো প্রত্যক্ষ প্রমাণ মিলুক তোমার গোপন রূপ কাননে ।
রচনাকাল
৩০।০৩।২০১৪
ইউ এ ই ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
একনিষ্ঠ অনুগত ৩১/০৮/২০১৪দারুণ লিখেছেন শিমুল ভাই।
-
শিমুদা ৩০/০৮/২০১৪খুব ভাল লেগেছে।
-
মঞ্জুর হোসেন মৃদুল ৩০/০৮/২০১৪বাহ বেশ লিখেছো।
-
আশিস চৌধুরী ৩০/০৮/২০১৪খুব সুন্দর আপনার এই কবিতা।
-
নাবিক ৩০/০৮/২০১৪এতো সুন্দর কবিতা...কিভাবে লেখেন?
-
সুরজিৎ সী ৩০/০৮/২০১৪ভালো লাগলো।
-
জমাতুল ইসলাম পরাগ ৩০/০৮/২০১৪ফুল অব সেন্সুয়াসনেস
-
মুস্তাকিম মান্না ৩০/০৮/২০১৪শব্দ চয়নগুলো খুব ভাল ব্যাবহার করেছেন।খুব ভাল লেগেছে আপনার কবিতা
-
স্বপন রোজারিও(১) ৩০/০৮/২০১৪খুব সুন্দর