বৃদ্ধাশ্রম
শিমুল শুভ্র
দু'বেলা দু'মুঠো খেতে দিচ্ছ,তাতে কি ভাবছ দায়মোচন হচ্ছে!!
বাবা,মা সারাটা জীবন তোমার চোখের পাতায় আদর লিখেছিলেন,
যেন অশ্রু না ঝরে ,দুঃখ মাথায় রেখেছেন বুঝতে দেননি কখনো,
কষ্ট না লাগে তোমার কোমল মনের শস্যক্ষেতে,
তাঁদের অক্লান্ত পরিশ্রমের ফসল আজকের"এই তুমি"।
অথচ আজ তাঁদের সেই অশ্রু জলে সাঁতার কাটাছো,কষ্ট ডিঙায় চাপা দিয়ে!!
মনে রেখো আঁখিজল মার্জনা করবে না কখনো তোমার চোখের পাতাকে,
নিদারুণ কষ্টে ভাসিয়ে থৈ থৈ করবে,উত্তাল চক্ষুযমুনায় ।
খুব বেশি প্রয়োজন ছিলো কী,বৃদ্ধাশ্রমে তাঁদের সম্প্রদান করবে,ভাবার!!
বিশ্বরূপের খেলাঘরে দু দিনের ভিসা সবার,
ভিসার দিন পুরাতেই রশি টেনে নিবে স্বয়ং বিধাতা মস্তিস্কের মৃত্যুতে।
তবে যন্ত্রণার অনলে কেন,ভালোবাসা,শ্রদ্ধা'র লেলিহান শিখায় পোড়াও
তাঁদের প্রণামি চরণে,যাঁরা দেখিয়েছেন আলো,বেসেছেন ভালো,
অহর্নিশি সুহৃদ্-রূপে নির্ভর বন্ধনে ।
অহংকার আত্মসমর্পণ কর,নিন্দাধ্বনির সমুচ্চ ধিক্কারে।
রচনাকাল
০১।০৪।২০১৪
ইউ এ ই।
দু'বেলা দু'মুঠো খেতে দিচ্ছ,তাতে কি ভাবছ দায়মোচন হচ্ছে!!
বাবা,মা সারাটা জীবন তোমার চোখের পাতায় আদর লিখেছিলেন,
যেন অশ্রু না ঝরে ,দুঃখ মাথায় রেখেছেন বুঝতে দেননি কখনো,
কষ্ট না লাগে তোমার কোমল মনের শস্যক্ষেতে,
তাঁদের অক্লান্ত পরিশ্রমের ফসল আজকের"এই তুমি"।
অথচ আজ তাঁদের সেই অশ্রু জলে সাঁতার কাটাছো,কষ্ট ডিঙায় চাপা দিয়ে!!
মনে রেখো আঁখিজল মার্জনা করবে না কখনো তোমার চোখের পাতাকে,
নিদারুণ কষ্টে ভাসিয়ে থৈ থৈ করবে,উত্তাল চক্ষুযমুনায় ।
খুব বেশি প্রয়োজন ছিলো কী,বৃদ্ধাশ্রমে তাঁদের সম্প্রদান করবে,ভাবার!!
বিশ্বরূপের খেলাঘরে দু দিনের ভিসা সবার,
ভিসার দিন পুরাতেই রশি টেনে নিবে স্বয়ং বিধাতা মস্তিস্কের মৃত্যুতে।
তবে যন্ত্রণার অনলে কেন,ভালোবাসা,শ্রদ্ধা'র লেলিহান শিখায় পোড়াও
তাঁদের প্রণামি চরণে,যাঁরা দেখিয়েছেন আলো,বেসেছেন ভালো,
অহর্নিশি সুহৃদ্-রূপে নির্ভর বন্ধনে ।
অহংকার আত্মসমর্পণ কর,নিন্দাধ্বনির সমুচ্চ ধিক্কারে।
রচনাকাল
০১।০৪।২০১৪
ইউ এ ই।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
একনিষ্ঠ অনুগত ২৯/০৮/২০১৪
-
শিমুদা ২৯/০৮/২০১৪আপ্লুত হলাম। খুব ভাল লেগেছে।
-
পিয়ালী দত্ত ২৮/০৮/২০১৪অনবদ্য লেখনি...
-
মঞ্জুর হোসেন মৃদুল ২৮/০৮/২০১৪মনটা খারাপ হয়ে গেল।
সময়োপযোগী কবিতা সুন্দর ভাবে প্রকাশ করেছেন কবি শিমুল ভাই।