www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

প্রবাসে আমি (প্রথম পর্ব)

- শিমুল শুভ্র

ব্যাকরণ মানে না জীবন,স্বরলিপি গুলো বেশ কয়েক ঘাটে রাখলাম,
সুরের সাথে তাল ঠিক থাকলেও লয়" ঠিক উল্টো দিকে,
দাঁড়িগিরি,কমা দিয়ে অনেক সাজে সাজাতে গিয়ে ও
দাঁড়কাকের মত হতাশ,জীবন চন্দ্রবিন্দুতে ।
আপনজনদের মমতা ছেড়ে,পাড়ি জমালাম প্রবাসে,
পরিছন্ন "জীবন ব্যাকরণ"রচনা করবো এই আশাই ।
থাই ফুডের আমিষ ও নিরামিষ, চর্ব্য একদম ভালো লাগছিলো না,
বার ঘন্টার কাজে,ফড়িঙের মত দৌঁড়াদৌড়ি, অসহ্য উতপ্ততায়।
হোঁচট খাই ভাষা বিন্যাসে পদে,পদে,
আরবিক,হিন্দি,ইংলিশ,মালিআলমে'র শহরে,
অজানা ভাষার সুমুদ্রে তাঁদের কথাগুলো অকথ্য লাগছিলো ভয়ানক।
রাতে বাসায় ফিরে কাঁদি নীরবে,পরিজনদের ভালোবাসার টানে,
এক অজানা শহরে এই আমি,অচেনা মানুষ বড় একা।
চামুচ কেটে ভাত রাখা হয়নি কোন দিন প্লেটে,এখন টিপে দেখতে হচ্ছে,
ভাত গুলো রান্না হলো কিনা !!
সাজাতে হচ্ছে টক ঝাল মিষ্টি,তরকারির উপকরণ,তৈলের কড়াইতে,
ধুয়াটে জীবন কে ভেজে নিচ্ছি শুভ্রতার স্বাদের খোঁজে ।

রচনাকাল
০৪।০৪।২০১৪
ইউ এ ই ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৬৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২১/০৮/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • তাইবুল ইসলাম ২৩/০৮/২০১৪
    ১মটা পড়লাম
    ভাল লাগল
  • শিমুদা ২১/০৮/২০১৪
    প্রবাসে আমি-অনুভুতি গুলোকে কবিতায় দারুন ফুটিয়েছেন । ভাল লেগেছে।
  • ভাল। বেশ কয়েকটা বানান ভুল আছে। হয়ত টাইপিং সমস্যা।
    • শিমুল শুভ্র ২২/০৮/২০১৪
      বানান গুলো দেখিয়ে দিলে ভালো লাগতো শুদ্ধ করে নিতাম , ধন্যবাদ , অপেক্ষায় থাকলাম ।
  • নাবিক ২১/০৮/২০১৪
    ভালো লাগলো...
  • প্রবাস জীবন
    হবে সুন্দর কবি।
 
Quantcast