www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মালতি

<3শিমুল শুভ্র

ঈদের আমেজে খুশি, মনের কুটির প্রাঙ্গণে
মালতির মনে যেন উঠলো তীব্র প্রেমের ঝড়,
মনের প্রতিবেশী প্রিয়জনের আবেদন পেয়ে
প্রেমপুষ্পমঞ্জরী সুবাস নিতে আক্ষেপ থরথর।

আজ প্রস্ফুটিত করবে প্রেম মনের নিকুঞ্জবনে
ঘুরে ফিরে সারাদিন,সারারাত এই অভিপ্রায়ে,
সারা শহরে উড়ে বেড়াবে রঙ্গিন প্রজাপতি হয়ে
প্রেমিকের কাঁধে ভর করে নুপুর রাঙ্গা পায়ে।

মুখখানা মালতির প্রসাদনী'র আস্তরে লেপা
আঁচল খানা দুলছে মৃদু হাওয়ায় উজান তরী
এলোকেশী চুলের বাহার তুলেছে গ ন্দরাজে
শরীর জুড়ে মধুর সুবাসের সুবাতাস ছড়াছড়ি।

মনের প্রিয়জন আজ মালতির রূপে মাতাল
শুঁকে নেয় বক্ষ স্তুপে'র বিশাল আকাশ খানি,
মনে আজ নেশা জেগে'ছে বাইবে সেই তরী
বদ্ধ খাঁচায় গোপনে উত্তাল জোয়ার ভরা পানি।

সারা দিনের ক্লান্ত শরীরে বিশ্রামের তাগিদে
খুঁজে নিলো জনমানব হীন সুসজ্জিত কক্ষবাস,
প্রেমিক মনে উন্মাদয়ায় মত্ত যৌবন নেশায়
প্রেমিক অনুনয়ে মালতি'র আবেগে সর্বনাশ।

সময় স্রোত বয়ে চলে আপন গতি পাল তুলে
দিনে পর রাত মালতির চিন্তা রেখায় খরানদী,
এই বুঝি কুমারী মালতি মা হবার আবাশ পেল
ঝড়ের মেঘে তড়িৎ ভরাগাঙ্গে লজ্জায় নিরবধি।

আলোচনায় সুরাহা নিয়ে ছুটে গেল প্রেমী যুগল
শহর পানে কাঁচা আমের মুকুল ঝরানোর তরে,
কিন্তু কে জানতো এমন নিদারুণ নিয়তি গ্রাসে
মালতি মাটির বিছানায় পাটি বিছাবে জীবনসারে।


রচনাকাল
২৯।০৭।২০১৪
ইউ এ ই।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৭৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৯/০৭/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast