www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বৈশাখে রুম্পা

<3শিমুল শুভ্র

রুম্পা'র হলুদ শাড়ির আঁচল উড়ায় এলোকেশি চুলে,
উদ্দাম ধ্বনি মুখরিত,নববর্ষের  প্রথম পলে।
চৈত্র গেলো,বৈশাখ এলো,জীবনের ময়দানে,
নুপুর বাজে ঝুনঝুনা-ঝুন,পাখির কাকলির কলতানে।
উৎসবের আজ মর্মরধ্বনি, শাখায়,শাখায় তরুপল্লবে,
কপালে টিপ রেখেছে রূপায়নে হলুদিয়া মনে।
কন্ঠে পড়েছে মুক্তার  মালা, বসেছে-পূজারিণী,
ধুপের ধোঁয়া,ঘূর্ণিবায়ু দীপ্তি ঝলকে,আমার সোহাগিনী।
মালা গেঁথেছে,বিনে সুতায়,অপরূপ  রূপের মায়াবিনী,
পড়াবে বলে মোর গলে, আমার স্নেহাষিনী।
সুরভিতে  মেতেছে  আজ  উল্লাসিয়া  প্রাণে,
অভ্রভেদী মেঘের ঝাপসা,আমি বিহনে,শুষ্ক আলাপনে।
অশ্রু ঝড়ায়,দরদী প্রিয়া,গোপনে ফেলে,দুর্ভাগিনী শ্বাস,
দৃষ্টি তাঁর বড়ই তীক্ষ্ণ,গম্ভীর,হৃদি-পুরে বাস।
স্নিগ্ধ রাঙা প্রীতির টানে,নোঙ্গর ভিড়ালো তীরে,
ভালোবাসার নাও ভাসিয়ে,দেহমনে এলো আমার নীড়ে।

রচনাকাল
১৪।০০৪।২০১৪
১লা বৈশাখ-১৪২১
ইউ এ ই ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৭১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৭/০৭/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • কল্পনা ও বাস্তব রূপের কি সুসমন্বয়! দারুণ লাগল কবি। কবিতাটা যে এভাবে শেষ হবে, তা শেষ পর্বে না আসা পর্যন্ত বুঝাই যাচ্ছিল না। এক কথায় চমৎকার হয়েছে।

    নিয়মিত এরকম সুন্দর সুন্দর লেখা উপহার দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ।
    • শিমুল শুভ্র ২৮/০৭/২০১৪
      হে মহামান্য কবিবন্ধু এটা আমার জীবনী।আমার প্রিয়তমা বউ কে নিয়ে লেখা ।
      অনেক ধন্যবাদ ,আপনার সুন্দর মন্তব্যের জন্য ।
      • বিস্মিত না হয়ে পারলান কবি! কবিতাটির অভ্যন্তরে যতই প্রবেশ করছি ততই বিস্ময়ের মাত্র‍া বেড়ে যাচ্ছে!!!

        বাস্তবতা, প্রকৃতি, নারী, ছন্দ ও অলংকারের যে সুসম্ময় এতে ঘটেছে তা যেন ভাদ্রের রাতে মেঘ মুক্ত আকাশে পূর্ণিমা চাঁদের রূপালী আলোতে মায়াবিনী স্বচ্ছ সলিলা নদীকেও হার মানায়!

        চমৎকার কবিবন্ধু, চমৎকার!

        কবিতাটির পটভ‍ূমি অবগত করার জন্য আপনাকে আবারো ধন্যবাদ।

        আল্লাহ্ রাব্বুল আল-আমীন যেন আপনাদের এই জীবনকে সুখ, শান্তি, সমৃদ্ধি, আনন্দ, আহ্লাদসহ সকল প্রকার নেয়ামতে পরিপূর্ণ করে দেন। আমীন!!!
  • প্রসেনজিৎ রায় ২৭/০৭/২০১৪
    বেশ!! দারুন কবিতা!
  • সুরজিৎ সী ২৭/০৭/২০১৪
    খুবই ভালো লাগলো।
 
Quantcast