www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আমি পুরুষ তুমি নারী

- শিমুল শুভ্র

আমি জগৎ এর পুরুষ, উর্বর মাটি,
তুমি জগৎ এর নারী ,শস্যক্ষেত্র খাঁটি,
তোমার বুকেতে মাটি মিশে ফোটে
ফুল,সৃষ্টি চির-কল্যাণকর পরিপাটি।

আমি বুকেতে রাখি বীরত্বের গরিমা,
তুমি নারী ,মমতায় ধৈর্য মূর্তিমতী,
অস্পষ্ট ভাষা বুভুক্ষতা মনে রাখো না,
অত্যাচারী জেনে ও মান তব পতি।

আমি পুরুষ, সূর্য-বিকিরণ ঘটে অমৃত
স্বাদে, তুমি নারী'র কোমল বক্ষে,
মাঘের প্রভাতে, কুয়াশা কেটে গেলে
সঙ্গমে, মুহূর্তেই আদিম বন্ধন তক্ষে।

আমি পুরুষ,বুকে অগ্নিবর্ষী গ্রীষ্মের মাঠ,
তুমি নারী'র,বুকে শীতলতার পাটি,
বৈশাখী ঝড়ের মন্থর ঝাপ্টা,ধূসর রঙের
ধুলোয় উষ্ণীষ বিচিত্র ফুলে তাঁতি।

আমি পুরুষ,গায়ে মিশে না ক্ষার কালিমা,
তুমি নারী অল্পতেই কলঙ্কিনী,
মহাসাগরের বুকে শৌর্যে সাহসে বিচরনী,
আশ্চর্য নির্বাক পরশ সোহাগিনী।

আমি পুরুষ,বড় রোমাঞ্চকর,আকাশ
মেঘে বিদ্যুৎ,তুমি নারী আদর্শ তীক্ষ্ণ,
আত্মবিসর্জনে, কাঁপে ঠোঁটে ঠোঁটে,
শিকলের ঝন্‌ঝন্ অসহায়ত্বে,কভু সিক্ত।

আমি বিশ্বপুরুষ,আলোর অভ্যর্থনা,
তুমি নারী,আলোর মেয়ে,পাঞ্চজন্যধ্বনি,
কুসুম থেকে ফোটে ফুল,গৌরবস্নানে,
মুখরিত ঐকতান, তুমি সোনার খনি।


রচনাকাল
২৫।০৪।২০১৪
ইউ এ ই ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৩৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৬/০৭/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ফাহমিদা ফাম্মী ২০/০৭/২০১৪
    valo laglo ///
  • আপনার লেখা আমার খুব ভাল লাগে।।লেখাটা পড়ে চিত্রাঙ্গদার কথা মনে পড়ল।।আমি নহি সামান্যা নারী।।আমি চিত্রাঙ্গদা রাজেন্দ্রনন্দিনী
    • শিমুল শুভ্র ১৬/০৭/২০১৪
      অনেক ভালো লাগলো আপনার সুন্দর মন্তব্য । অনেক ভালোবাসাসহ শ্রদ্ধা জানবেন , ভালো থাকুন ।
 
Quantcast